এমএসপি ছিল, আছে, থাকবে, সংসদে দাঁড়িয়ে কৃষকদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লির উপকন্ঠে ৭০ দিনের অধিক সময় ধরে আন্দোলনে চালিয়ে যাচ্ছেন কৃষকরা। যা নিয়ে সংসদে আলোচনা হয়েছে বিস্তর। সোমবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষকদের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন রাজ্যসভা থেকে আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন আন্দোলন তুলে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে।
তিনি বলেন, আলোচনার জন্য সরকার তৈরি। রাজ্যসভার মাধ্যমেই আলোচনার জন্য কৃষকদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। রাজ্যসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সাফ মন্তব্য, “এমএসপি থা, এমএসপি হেয় অউর এমএসপি রাহেগা। এবিষয়ে কেউ ভুল তথ্য রটাবেন না।
রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণকে ধন্যবাদ জানানোর সময় কৃষকদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের এগিয়ে চলা দরকার, পিছিয়ে আসা নয়। আমাদের কৃষি আইনে বদল আনা দরকার।
#WATCH LIVE: PM Modi replies in Rajya Sabha to the Motion of Thanks on the President’s Address.(Source: Rajya Sabha TV) https://t.co/FkIpRmd9kN
— ANI (@ANI) February 8, 2021
কৃষক আন্দোলন নিয়ে যারা এখন এত কিছু বলছেন তাঁরাই একসময় কৃষকদের আন্দোলনের বিষয়ে চুপ ছিলেন। বিরোধীদের কটাক্ষ করে মন্তব্য প্রধানমন্ত্রীর।
এদিন প্রধানমন্ত্রী বলেন, এই মুহুর্তে দেশে ৮৬ শতাংশ কৃষক রয়েছেন, যাদের জমির পরিমাণ ২ হেক্টরের থেকেও কম। অর্থাৎ সেই সংখ্যা ১২ কোটি। সেইসমস্ত কৃষকদের প্রতি দেশের কোনও দায়িত্ব নেই?
তবে নতুন কৃষি আইন ক্ষুদ্র কৃষকদের সঙ্গে লাভজনক হবে । সংসদে ভাষণে তা স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বক্তব্য তুলে ধরে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, যারা আগে কৃষি আইনে বদলের সমর্থন করেছিল তাঁরাই এখন ইউ-টার্ন নিচ্ছে।
তিনি আরও বলেন, আপনারা কৃষকদের ইস্যুকে হাতিয়ার করে সরকারকে ঘিরে ধরার চেষ্টা করছেন সেটা ঠিক। কিন্তু কৃষকদের আপনারাই বলেছিলেন কৃষি আইনে বদলের প্রয়োজন রয়েছে। কৃষি আইনে বদলের জন্য তাঁদের আমার নয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বক্তব্যকে সমর্থন করা দরকার।
আরও পড়ুনঃ কৃষকদের তিন ঘন্টার ‘চাক্কা জাম’ কর্মসূচীতে শামিল গোটা দেশ
কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী এবং তাঁদের সমর্থকদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা শ্রমজীবি শুনেছি। এখন একতা শব্দ উঠে এসেছে তা হল আন্দোলনজীবি। এই আন্দোলনজীবি দেশকে রক্ষা করতে হবে। এরাই দেশের অগ্রগতির জন্য প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছেন। এরা হচ্ছেন পরজীবী।
নিজেদের কোনও অস্তিত্ব না থাকায় তাঁরা অন্যদের আন্দোলনে প্রবেশ করেন। এই পরজীবীদের ছুঁড়ে ফেলতে হবে।
একইসঙ্গে কৃষকদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, আগে ছোট কৃষকদের জল কিনতে হত। ইউরিয়ার জন্য রাতভর লাইনে দাঁড়াতে হত। সেই কৃষকদের উন্নতি করা হয়েছে বলে দাবী করেন তিনি।
একইসঙ্গে পেনশন প্রকল্প এবং কিসান ক্রেডিট কার্ড ছোট কৃষকদের জন্য সুবিধা এনে বলে দাবী করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।