শীঘ্রই আত্মপ্রকাশ করবে আফগানিস্তানের নতুন সরকার, প্রধানমন্ত্রী বরাদর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আফগানিস্তানের নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে চলেছেন তালিবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা বরাদর। সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে খুব শীঘ্রই নতুন সরকার আত্মপ্রকাশ করতে চলেছে।

বর্তমানে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে আফগানিস্তানের আর্থিক অবস্থা তলানিতে ঠেকেছে। নতুন তালিবান সরকার সেই পরিস্থিতি থেকে আফগানদের উদ্ধার করতে সক্ষম হয় কিনা সেদিকে নজর আন্তর্জাতিক মহলের।

জানা গিয়েছে তালিবান সরকারের স্টিয়ারিং থাকছে মূলত তিন জনের হাতে।

প্রথমজন মোল্লা বরাদর। যিনি তালিবানের সহ-প্রতিষ্ঠাতা এবং রাজনৈতিক দপ্তরের প্রধান। দ্বিতীয় জন প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব।  তৃতীয় অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই। স্তানিকজাই ভারতীয় রাষ্ট্রদূতদের সঙ্গে দিন কয়েক আগেই বৈঠকে বসেছিলেন কাতারে।

কাশ্মীর ইস্যুতে তালিবানের অবস্থান নিয়ে শঙ্কায় কূটনৈতিক মহল

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে মধ্যেই তালিবানের সমস্ত শীর্ষ নেতৃত্ব কাবুল পৌঁছেছেন সেখানেই চলছে নতুন সরকার গঠনের শেষ মুহূর্তের প্রস্তুতি।

কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বন্দুকের নলের জোরে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও তাদের পক্ষে মোটেই সহজ হবে না। তার অন্যতম কারণ আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো সংস্থাগুলি ইতিমধ্যেই সমস্ত রকমের আর্থিক সহায়তা বন্ধ করার কথা ঘোষণা করেছে।

অন্যদিকে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ। এমনকি বন্ধ রয়েছে হামিদ কারজাই বিমানবন্দর। সব মিলিয়ে আফগান অর্থনীতিকে চাঙ্গা করা থেকে শক্ত হাতে সরকার পরিচালনা কিভাবে করবে তালিবান সেটাই বড় চ্যালেঞ্জ।

সম্পর্কিত পোস্ট