মাঝেরহাট ব্রিজের নতুন নাম জয় হিন্দ সেতু, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামা বৃহস্পতিবার বিকেল ৫টায় উদ্বোধন করা হবে মাঝেরহাট সেতুর। আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে ফের আরও একবার একথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে মাঝেরহাট সেতুর নাম বদলে রাখা হবে জয় হিন্দ সেতু। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় একথা ঘোষণা করেছেন।
ব্রিজ ভাঙার প্রায় বছর দুই বাদে তা ফের চালু হতে চলায় অবশ্য স্বস্তিতে সাধারণ মানুষ। এদিকে, সেতুর ভারবহন ক্ষমতা যাচাই করতে হয়েছে লোড টেস্ট। নতুন ব্রিজ ভার নিতে পারবে ৩৮৫ টন।
পূর্ত দফতরের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে তৈরি হয়েছে মাঝেরহাট ব্রিজ। বহন ক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয়েছে বিদেশ থেকে আনা ৮৪টি বিশেষ কেবল। ইতিমধ্যেই শুরু হয়েছে কেবল ফিক্সিংয়ের কাজ।
গাড়ি চলাচলের সময় কেবলে ৬ মিলিমিটারের কম সংকোচন-প্রসারণ হওয়ার কথা। সেই বিষয়টিও পরীক্ষা করে দেখা হচ্ছে।
মাঝেরহাট ব্রিজের ২২৭ মিটার ঝুলন্ত অংশটিকেও বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে। যাবতীয় পরীক্ষার রিপোর্ট জমা দেওয়াও হয়েছে।
নবান্নে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী বৃহস্পতিবার বিকাল ৫ টায় নতুন মাঝেরহাট ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর আসন্ন ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ওই সেতুকে তাঁর নামাঙ্কিত করা হচ্ছে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/passenger-train-service-will-be-launched-from-wednesday-in-accordance-with-the-covid-protocol/
প্রসঙ্গত, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ২০২১ সালের ২৩ জানুয়ারি থেকে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার।
জানা গেছে, প্রতিটি ব্লক,পুরসভা,জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানের আয়োজন করবে রাজ্য সরকরা। ইতিমধ্যেই এই অনুষ্ঠানকে সামনে রেখে বিশেষ কমিটি গঠন করেছে সরকার। যার চেয়ারম্য়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
এছাড়াও,কমিটিতে রয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রয়েছেন শঙ্খ ঘোষ,শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত,যোগেন চৌধুরি,জয় গোস্বামী,সুবোধ সরকার। থাকছেন নেতাজির পরিবারের তরফে সুগত বসু, সুমন্ত্র বসু।