সারা রাত ঘুমিয়ে কাটালো নার্স, বিনা চিকিৎসায় মৃত্যু সদ্যজাতের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  সারা রাত ঘুমিয়ে কাটালো নার্স। অন্যদিকে শ্বাসকষ্টের জেরে মৃত্যু হল সদ্যজাত শিশুর। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারাসাতের যশোর রোড সংলগ্ন একটি বেসরকারী নার্সিংহোমে।

সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে সদ্যজাত শিশুটির পরিবার। পরিজন সূত্রে জানা গেছে, ৪ঠা নভেম্বর বারাসাতে যশোর রোডের ধারে এই নাসিং হোমে পুত্র সন্তানের জন্ম দেন শর্মিষ্ঠা বিশ্বাস।

পরিবারের দাবী রাতেই চিকিৎসক তাদের সদ্যজাত সন্তানকে দেখায়। জানায় শিশুটি ভালো আছে। তবে সামন্য শ্বাসকস্টের জন্য তাকে আইসিইউতে রাখা হচ্ছে। ৫ই নভেম্বর পরের দিন সকাল আটটা নাগাদ পরিবারকে নার্সিং হোম কর্তৃপক্ষ জানায় শিশুটির মৃত্য হয়েছে।

তখনই তাদের সন্দেহ হয়। পরিবারের প্রশ্ন শিশুটির অবস্থা খারাপ হচ্ছে সেই সময় নার্সিং হোম থেকে কোন খবর এল না কেন? সকালে নার্সিংহোমে যেতেই শিশু মৃত্যুর কথা জানতে পারেন তারা। যদি অবস্থা এতটাই  খারাপ হয়েছিল তাহলে সারা রাতে কেন জানানো হল না পরিবারকে?

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/allegations-of-attacks-against-trinamool-howrah-police-commissioners-office-bjp/

এরপরই পরিবারের সদস্যরা নার্সিংহোমের যে ওয়ার্ডে শিশুটি সারা রাত ছিল সেখানকার সিসিটিভি ফুটেজ দেখার দাবি করেন। শনিবার সেই ফুটেজ দেখে ক্ষোভে ফেটে পড়েন তারা।

শিশুটির জ্যেঠু কিংকর বিশ্বাস এই দিন অভিযোগ করেন যে শিশু মৃত্যুর রাতে ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্স ডলি দাস সারা রাত ঘুমিয়ে কাটিয়েছে। শিশুটির অবস্থার অবনতি হলেও কোন চিকিৎসার ব্যবস্থা বা চিকিৎসক পর্যন্ত ডাকেননি।

চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে এদিন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিক্ষোভ দেখান তারা। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট