এ রাজ্যের পুলিশের দক্ষতার সঙ্গে একমাত্র স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করা চলেঃ মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের পুলিশ বাহিনীকে একইসঙ্গে কঠোর ও মানবিক হতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন। রাজ্য বিধানসভায় আজ স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনা শেষে জবাবী ভাষণে তিনি পুলিশ বাহিনীর প্রশংসা করে বলেন, এ রাজ্যের পুলিশের দক্ষতার সঙ্গে একমাত্র স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করা চলে।
আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গাপুজো থেকে বিভিন্ন উৎসবে সাধারণ মানুষের সুবিধার্থে এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের উপেক্ষা করে পুলিশকর্মীরা যেভাবে কাজ করেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন দুয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্য পুলিশের ভূমিকা প্রশংসনীয়।
মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান,রাজ্যে ডাকাতি, লুঠপাট,চুরি,খুনের মতো অপরাধের সংখ্যা নিম্নগামী। রাজনৈতিক খুনের ঘটনা অনেক কমে এসেছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশকে সমস্ত অপরাধকারীদের বিরুদ্ধে রাজনৈতিক রঙ না দেখে ব্যবস্থা নেওয়ারও তিনি নির্দেশ দেন। একইসঙ্গে পুলিশ বাহিনীর জনসংযোগ বাড়ানোরও পরামর্শ দিয়েছেন।
পুলিশ বাহিনীর আধুনিকীকরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, তার সরকার ১৭৮ টি নতুন থানা তৈরি করেছে।৩৫ টি সাইবার ক্রাইম থানা তৈরি করা হয়েছে। সব থানাকে অপরাধ ও অপরাধী চিহ্নিতকরণ নেটওয়ার্ক সিস্টেম প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং এই কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা হয়েছে।
গুরুতর মামলা নিষ্পত্তির জন্য ৮০ টি ফাস্ট ট্রাক আদালত তৈরি করা হয়েছে। ৫২ হাজার পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্র দফতরের বাজেট আলোচনায় অংশ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন এ রাজ্যে আইনের শাসন নেই বরং শাসকের আইন চলছে।
বিজেপির সাহায্য নিতে পিছপা হচ্ছে না তৃণমূলের একাংশ!
রাজ্যে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন বাকি অনেক রাজ্য সরকার বদল হয়েছে কিন্তু কোথাও এ রাজ্যের মত নির্বাচন-পরবর্তী সন্ত্রাসের নজির নেই। আনিস খান হত্যা মামলায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এদিকে বিরোধী দলনেতা বক্তব্য রাখার সময় ট্রেজারি বেঞ্চ থেকে তাকে উদ্দেশ্য করে নানা মন্তব্য করা হয়।
বিজেপির চার সদস্যও বিরোধী দলনেতার ভাষণে বাধা দিলে বাকি বিজেপি সদস্যদের সঙ্গে বাদানুবাদ শুরু হয়। পরে মুখ্যমন্ত্রীর ভাষণ শুরু হওয়ার কিছুক্ষণ পরে বিজেপি সদস্যরা কক্ষত্যাগ করেন। এর আগে স্বরাষ্ট্র বাজেট আলোচনার সূচনা করে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করেন, সীমান্ত এলাকার পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ ঠিকমতো খরচ করা হচ্ছে না।
মহিলা ও শিশু পাচার রুখতে পদক্ষেপের কথাও বাজেটে কোথাও বলা নেই বলে তার অভিযোগ। আলোচনা শেষে বিরোধীশূন্য বিধানসভায় ধ্বনি ভোটে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট প্রস্তাব গৃহীত হয়।