প্রথম ধাপে পাশ অক্সফোর্ড টিকার, অগাস্টেই ভারতে শুরু হবে ট্রায়াল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনের ট্রায়ালের প্রথম পর্যায়ের সফলতার কথা সামনে আসে। তাই দেরি না করে অগাস্টেই ভারতে ট্রায়াল শুরু হবে বলে জানালেন সেবামের সিইও আদর পুনাওয়ালা।

ল্যানসেট মেডিক্যাল জার্নালের রিপোর্ট সামনে আসার আগেই অক্সফোর্ডের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের সফলতার কথা জানিয়েছিলেন পুনাওয়ালা।

তৃতীয় পর্যায়ের ট্রায়াল সফল হলে ভারতেও মানুষের শরীরে ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার অক্সফোর্ড-এস্ট্রোজেনেকার রিপোর্টে জানানো হয়, এই পর্যায়ে দুই দলে ভাগ করে মোট ১০৭৭ জনকে টিকা দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি দলকে ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া হয়েছিল।

অপর একটি দলকে ডবল ডোজ দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, যাদের শরীরে একটি ডোজ দেওয়া হয়েছিল তাদের মধ্যে ৯০ শতাংশ ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র এন্টিবডি তৈরি হয়নি, এটি টি কোষও সক্রিয় করে তুলেছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা আগের থেকে বাড়িয়ে তোলে।

বিট্রেনের জেন্নার ইউনিভার্সিটির সঙ্গে হাত মিলিয়ে করোনা প্রতিরোধের জন্য ভেক্টর ভ্যাকসিন তৈরি করেছে সারা গিলবার্টের দল।

অমর ২১ জুলাইঃ স্মৃতি রোমন্থনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

কোভিড গবেষণায় অক্সফোর্ড এবং এস্ট্রোজেনেকা সঙ্গে চুক্তি করে ভারতেও ডিএনএ ভ্যাকসিন তৈরি করছে পুণের ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

ভ্যাকসিন কাজ হলে ইঞ্জেকশন দেওয়ার ১৪ দিনের মাথায় টি-কোষ সক্রিয় হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে। ২৮ দিনের মাথায় এন্টিবডি তৈরি করবে বি কোষ।

১ বছরের মধ্যে ১০০ কোটি ডোজ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন পুনাওয়ালা। ভ্যাকসিন মানবদেহে সঠিকভাবে কাজ করলে প্রত্যেকমাসে ১ কোটির বেশী ভ্যাকসিন তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই ব্রাজিল এবং আফ্রিকায় দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই রিপোর্ট সামনে আনা হবে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট