সোমবারের মধ্যে ক্ষমতা বাড়তে পারে ‘যশ’-র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার থেকে শক্তি সঞ্চয় শুরু ঘুর্ণিঝড় ‘যশ’ এর। মঙ্গলবার পুর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। সোমবার তা শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘুর্ণিঝড় ‘যশ’এ।
আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে সোমবার থেকেই পশ্চিমবঙ্গ উপকুলে বইবে ঝড়ো হাওয়া। মঙ্গলবার তার গতিবেগ বাড়বে ক্রমশ। মঙ্গলবার থেকেই দুই রাজ্যের উপকুলে চলবে বৃষ্টিপাত। যার দাপট ধীরে ধীরে বাড়তে থাকবে। বুধবার দুই রাজ্যের উপকুলে তা আছড়ে পড়বে।
ঘুর্ণিঝড়ের আগমনের আগে থেকে বাড়তি সতর্কতা উপকুলবর্তী এলাকাগুলিতে৷ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। যারা গেছে তাঁদেরকে আগামীকালের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।
গঙ্গাবক্ষে বাড়ানো হয়েছে নজরদারী। নিম্নচাপ ঘুর্ণিঝড়ে পরিণত হওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে৷ মোহনায় সমস্ত নৌকাগুলিকে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। প্রশাসনের তরফে চলছে মাইকিং প্রচার।
সাগর এলাকায় চলছে মাইকিং প্রচার। তৈরি রাখা হয়েছে এনডিআরএফ। সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের নিরাপদস্থলে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে।
শহর কলকাতায় রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা। ঘুর্ণিঝড় মোকাবিলায় তৈরি করা হয়েছে ২০ টি বিপর্যয় মোকাবিলা দল৷ ডিসি কমব্যাটের অধীনে কাজ করবেন তাঁরা। রাখা হয়েছে গাছ কাটার অত্যাধুনিক যন্ত্র। সতর্ক থাকতে বলা হয়েছে রিভার ট্রাফিক পুলিশকে।