পূর্বঘোষিত সূচিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে তো!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পূর্ব ঘোষিত উচ্চমাধ্যমিকের সূচি নিয়ে ফের অনিশ্চিয়তা। অনিশ্চয়তার কালো মেঘ উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষার উপর।
জুলাই মাসে এই পরীক্ষা হবে বলেই এখনও পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারই মধ্যে ফের বকেয়া এই তিন পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা কি এখন করানো উচিত, এই মর্মে রাজ্যের পক্ষ থেকে বিশিষ্টজনদের কাছ থেকে সুপারিশ চাওয়া হয়েছিল। অবশেষে সেই সম্প্রতি সুপারিশ শিক্ষা দফতরে এসে পৌঁছেছে।
জয় গোস্বামী, সুবোধ সরকার, শুভাপ্রসন্ন, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অভীক মজুমদারের মতো বিশিষ্ট সকলেই মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা না হওয়াই ভাল। পরিস্থিতির উন্নতি হলে তবেই পরীক্ষা নেওয়া সমীচিন হবে।
আগামী শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
বিশিষ্টদের সুপারিশ পাওয়ার পরেও এখনই কোনও সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে না শিক্ষা দফতর। দফতর সূত্রে খবর, সর্বভারতীয় ক্ষেত্রেও একাধিক বোর্ডের পরীক্ষা বাকি রয়েছে।
সেখানে কী সিদ্ধান্ত হয়, তা দেখেই পা ফেলতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। দেখা হচ্ছে দিল্লি ও সর্বভারতীয় ক্ষেত্রে কী সিদ্ধান্ত হয়, সেটাই।
এদিকে, সোমবারই সামনে এসেছে আইসিএসসি’র যে বকেয়া পরীক্ষা রয়েছে, তা ঐচ্ছিক করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
অর্থাৎ যে বা যারা এই পরীক্ষা দিতে চায়, শুধু তারাই এই পরীক্ষা দিতে পারবে। বাকিদের গত পরীক্ষার উপর ভিত্তি করেই নাম্বর দেওয়া হবে।
রাজ্য সরকারের পক্ষ থেকে একটা সূত্র জানাচ্ছে, এই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকার। এখন প্রশ্ন বিশিষ্টদের সুপারিশের কথা ভেবে রাজ্য শিক্ষা দফতর ওকি একই পথে হাঁটবে?