West Bengal Assembly Election 2021: প্রার্থী বাছতে মাঠে নামলেন প্রধানমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে বৈঠকে বসেছে গেরুয়া শিবির। দীনদয়াল উপাধ্যায় মার্গে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্রের খবর, আগামী দুই দফার নির্বাচনের আসন নিয়ে আলোচনা হবে এদিনের বৈঠকে। এখনও অবধি প্রায় ১৫ টি আসন নিয়ে জটিলতা রয়েছে। সেগুলিতে প্রার্থী নির্বাচিত করবেন খোদ প্রধানমন্ত্রী।
Delhi: BJP’s Central Election Committee meet underway at party’s Headquarters pic.twitter.com/V6lIqKdf1w
— ANI (@ANI) March 4, 2021
বৃহস্পতিবার জেপি নাড্ডার বাসভবনে বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ মেনন সহ একাধিক নেতৃত্ব।
আরও পড়ুনঃ West Bengal Assembly Election 2021: বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক, থাকছেন শোভন-বৈশাখী-রাজীব-শুভেন্দু সহ অনেকেই
পশ্চিমবঙ্গে দুই দফায় রয়েছে ৬০ টি আসনে হবে নির্বাচন। মূলত দুই মেদিনীপুর, বাঁকুড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় হবে নির্বাচন। প্রত্যেকটি আসনের জন্য ৫ জন করে প্রার্থী তালিকা পাঠানো হয়েছে দিল্লি বিজেপির অফিসে। তার মধ্যে ৪৫ আসনে প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে। প্রায় ১৫ টি আসন আর বাকি রয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবারই দুই দফার নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি। একইসঙ্গে শুক্রবার বিধানসভা নির্বাচনের পুর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল। ওই দিনেই প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বাম-কংগ্রেস এবং আইএসএফ মোর্চা।
সম্ভাব্য প্রার্থী তালিকায় বেশ কিছু নাম উঠে আসলেও স্থনীয় নেতৃত্বদের বেশী গুরুত্ব দিতে চাইছে দল। একইসঙ্গে যাদের স্বচ্ছ্ব ইমেজ রয়েছে, যাদের জনপ্রিয়তা বেশী, তাঁদেরকেই গুরুত্ব দিতে চাইছে দল।