করোনার টিকা প্রস্তুতের প্রক্রিয়া জারি রয়েছে, জানালেন প্রধানমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেলাগাম করোনা সংক্রমণের হাত থেকে ধীরে ধীরে মিলছে রেহাই। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কয়েকদিন ধরে কমলেও মৃতের সংখ্যা প্রতিদিন চার হাজারের আশেপাশে থাকছে।
বিশেষজ্ঞদের মতে এমত অবস্থায় করোনার বিরুদ্ধে ঢাল হতে পারে একমাত্র টিকাকারণ। কিন্তু একাধিক রাজ্যে ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে।
মঙ্গলবার এ নিয়ে কয়েকটি রাজ্যের জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, ভ্যাকসিনের চাহিদা বাড়ানোর প্রক্রিয়া চালু রয়েছে। এই ভ্যাকসিনের ঘাটতি নেই। এই জিনিসটা তখনই সম্ভব হবে যখন অযথা ভ্যাকসিন অপচয় বন্ধ হবে। সেখানে সকলকে একযোগে কাজ করতে হবে।
করোনা চিকিৎসায় বাদ প্লাজমা থেরাপি
এদিন জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এই মহামারিতে কাজ করছেন তাঁরা ‘ফিল্ড কম্যান্ডার’। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে আপনারা যেভাবে লড়াই করে চলেছেন এটা ভবিষ্যতে আপনাদের অনেক সাহায্য করবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৬৩,৫৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ২,৫২,২৮,৯৯৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪,৩২৯ জনের৷ যা এখনও অবধি সর্বাধিক।
গত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন দেশের ১৫,২৬,৬৮৯ জন। মোট টিকা পেয়েছেন ১৮ কোটি ৪৪ লক্ষ মানুষ। টিকার ঘাটতি যে দেশজুড়ে দেখা দিয়েছে তা দৈনিক টিকাকরণের সংখ্যাই প্রমাণ করে দিচ্ছে৷