শান্তিপূর্ণভাবেই হবে ‘রেল রোকো’ কর্মসূচী, জানালেন রাকেশ টিকায়িত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৮০ দিনের ওপর দিল্লির উপকণ্ঠে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। ১১ দফা বৈঠকের পরেও মেলেনি কোনও সমাধান। তাই বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে দেশজুড়ে চলবে ‘রেল রোকো’ আন্দোলন। এই আন্দোলন শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়িত।
এদিন বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে অবধি চলবে আন্দোলন। আন্দোলনে আটকে পড়া সমস্ত যাত্রীদের জল, দুধ, লস্যি এবং ফল দেওয়া হবে। এমনকি কৃষকদের সমস্যার কথা যাত্রীদের জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
এদিন ব্যাঙ্গালুরুতে যশোবন্তপুর রেলওয়ে স্টেশন অবরোধ করেন কৃষকরা। একইসঙ্গে পুনেতেও আন্দোলনে শামিল হন কৃষকরা। লুধিয়ানাতেও চলছে কৃষক আন্দোলন। কৃষকদের ডাকা ‘রেল রোকো’ আন্দোলনের কর্মসূচী হিসাবে পাটনাতেও অবরোধ দেখান জন ধার পার্টি।
এদিন কৃষকদের সমর্থনে উত্তরপ্রদেশ বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান সমাজবাদী পার্টির বিধায়করা। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরন সিংয়ের মূর্তির তলায় চলে কৃষি আইন বিরোধী শ্লোগান। অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করতে হবে দাবী করেন তাঁরা।
বৃহস্পতিবার হিসারে জনসভা করবেন রাকেশ টিকায়িত। শুক্রবার মুম্বইয়ে উপস্থিত হবেন তিনি। দেশজুড়ে এরকম জনসভা করবেন বলে জানিয়েছেন তিনি। দেশজুড়ে কৃষকরা সমস্যায় রয়েছেন। নুন্যতম সহায়ক মূল্য সুনিশ্চিত করলেই কৃষকরা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গেও কৃষকদের মহাপঞ্চায়েত! স্পষ্ট করলেন হান্নান মোল্লা
একইসঙ্গে তিনি বলেন, ২৬ জানুয়ারি দিল্লির মধ্যে যে ঘটনা ঘটেছে তার জন্য ভারতীয় কিষাণ ইউনিয়ন দায়ী নয়।
একইসঙ্গে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে জনসভা করবেন রাকেশ টিকায়িত। তিনি বলেন, আমরা সেখানে কৃষকদের সঙ্গে কথা বলব। সেখানকার কৃষকরা নুন্যতম সহায়ক মূল্য থেকে বঞ্চিত হয়েছেন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে জানিয়েছেন তিনি।
কোনোরকম দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ২০ বাহিনী রেলওয়ে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।
এর আগে কৃষি আইনের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি কৃষকদের তরফে “চাক্কা জাম” কর্মসূচী চলে। বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে অবধি চলে কর্মসুচী। দেশের একাধিক জায়গার কৃষকরা তাতে শামিল হন। এদিনেও কৃষকদের ‘রেল রোকো’ আন্দোলনে দেশের একাধিক জায়গা থেকে সারা মিলেছে।