৪৮ ঘন্টায় পরিবর্তন হয়নি পরিস্থিতির, স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্থিতিশীল রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত ৪৮ ঘণ্টায় তার শারীরিক অবস্থা একই রকম রয়েছে। কিন্তু দ্রুত আরোগ্যের জন্যে তার শ্বাসনালীতে অস্ত্রোপচার করা হতে পারে। এমনটাই হাসপাতাল সূত্রে খবর।
বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান অভিনেতাকে একদিন পর একদিন ডায়ালিসিস দেওয়া হচ্ছে। জ্বর আসেনি। ফুসফুস ভালো আছে। তাই ভেন্টিলেশন সাপোর্ট কিছুটা কমানো হয়েছে।
গত এক মাস ধরে ‘ফেলুদা’হাসপাতালে ভর্তি। তাই দ্রুত আরোগ্যের জন্যে তার শ্বাসনালীতে অস্ত্রোপচার করার কথা ভাবছেন চিকিত্সকরা।
পাশাপাশি প্লাজমাফেরেসিসের কথাও হচ্ছে। এই বিষয় ইতিমধ্যেই অভিনেতার পরিবারের সঙ্গে কথা বলেছেন চিকিত্সকরা।
এর আগে অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। তারপরই চিকিত্সকরা সিটি অ্যাঞ্জিওগ্রাফি করে রক্তক্ষরণের উত্সস্থল চিহ্নিত করেন।
পরিস্থিতি সামাল দিতে রক্ত দিতে হয় বর্ষীয়ান অভিনেতাকে। একাধিক ব্লাড ট্রান্সফিউশন করার পর প্লেটলেট আর হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসে সৌমিত্রবাবুর।
গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভরতি আছেন ৮৫ বছরের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর তাঁর করোনাভাইরাস রিপোর্টও নেগেটিভ আসার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/helping-a-few-crony-capitalist-friends-and-destroyed-the-indian-economy-said-rahul-gandhi/
পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বর্ষীয়ান অভিনেতাকে ‘এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন’ তথা ভেন্টিলেশনে রেখে চিকিত্সা চলছে।
করোনা মুক্ত হওয়ার পর আশা দেখছিলেন তাঁর গুণমুগ্ধরা। কিন্তু অষ্টমী থেকেই ফের উদ্বেগের কথা শোনাচ্ছেন চিকিত্সকেরা। নার্সিংহোমের তরফে জানানো হয়, এখনও বিপদ কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এখন অবশ্য অবস্থা কিছুটা ভালো।
সৌমিত্রকে প্লাজমা থেরাপি ও মিউজিক থেরাপি দেওয়া হয়েছিল। তাতে কিছুটা সুফল পাওয়া গিয়েছিল। কিন্তু বয়স এবং কো-মর্বিডিটির বিষয় দু’টি চিকিত্সার ক্ষেত্রে মাঝেমধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। করোনা আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে।
বাংলা ও বাঙালির গর্ব, বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তথা ‘ফেলুদা’ ও ‘উদয়ণ পণ্ডিত’ এর শারীরিক অবস্থা স্থিতিশীল।