ভাঙা হচ্ছে না মঞ্চ, খুব শীঘ্রই ঠাকুরনগরে সভা করবেন অমিত শাহ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভাঙছে না মঞ্চ। ওই মঞ্চেই সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজেই ঠিক করলেন সেই ডেডলাইন।

পুর্ব নির্ধারিত কর্মসুচী অনুযায়ী শনিবার ঠাকুরনগরে সভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অনেকেই ভেবেছিলেন নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর এদিনের সভা থেকেই মতুয়াদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেইমতো এদিনের সভার উদ্দেশ্যে দুরদুরান্ত থেকে রওনা দিয়েছিলেন মতুয়ারা। কিন্তু শুক্রবার দিল্লিতে ইজারেয়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার পর পশ্চিমবঙ্গের সফর বাতিল করতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

এদিন সভা বাতিল হওয়ায় ঠাকুরনগরে গিয়ে ক্ষোভ উগরে দেন মতুয়ারা। ধুন্ধুমার হয়ে ওঠে পরিস্থিতি। ঠাকুরনগরে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয় কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ বিজেপির নেতৃত্বকে। সেখানে গিয়ে মতুয়া মহাসংঘের প্রধান তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে আশ্বাস দেন তাঁরা, শীঘ্রই আসবেন অমিত শাহ।

এদিন কৈলাস বিজয়বর্গীয়র ফোনে ফোন করে অমিত শাহ কথা বলে শান্তনু ঠাকুরের সঙ্গে। তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই ওই মঞ্চেই সভা করবেন। অমিত শাহ ফোনে বলেন, দিনক্ষণ স্থির হলে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সভা করবেন তিনি।

উল্লেখ্য, ২১ এর নির্বাচনের আগে মতুয়াদের ভোট ক্রমশ প্রাধান্য পেতে শুরু করেছে। মতুয়ারা সকলেই ভারতের নাগরিক। কিছুমাস আগেই ঠাকুরনগরে জনসভা করে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ কৃষকদের সঙ্গে আলোচনার জন্য সরকার তৈরি, সর্বদলীয় বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী

কিন্তু ১৯ এর নির্বাচনের পর নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। আইন পাশ হলেও সেবিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি গেরুয়া শিবির।

ইতিমধ্যেই ঠাকুরনগর জুড়ে ছেয়ে গিয়েছে তৃণমূলের ব্যানার। যেখানে লেখা ‘মতুয়াদের পাশে মমতা’। এদিন অমিত শাহের সভা বাতিল নিয়ে প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, মতুয়াদের সামনে মুখ দেখাতে পারবেন না বলেই ঠাকুরনগরে আসতে পারেননি অমিত শাহ।

কিন্তু মতুয়া অধ্যুষিত এলাকা বনগাঁ এবং রানাঘাট সহ লোকসভার অন্তর্গত একটি আসনও হাতছাড়া করতে নারাজ গেরুয়া শিবির। তাই নিজেই ডেডলাইন স্থির করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই ওই মঞ্চে সভা করবেন তিনি।

সম্পর্কিত পোস্ট