ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে SIT গঠন রাজ্যের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে কলকাতা হাইকোর্টকে সহায়তা করতে গঠিত সিট-কে সহযোগিতা করার জন্য রাজ্য সরকার আরও ১০ জন আইপিএস আধিকারিককে দ্বায়িত্ব দিয়েছে। রাজ্যকে মোট পাঁচ ভাগে ভাগ করে দু’জন করে আইপিএস-কেপ্রতিটি ভাগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিটি জোনে ২ জন করে অফিসার থাকবেন।এর মধ্যে হোডকোয়াটার্সের দায়িত্ব দেওয়া হয়েছে ডিআইজি রেল সোমা দাস ও শুভঙ্কর ভট্টাচার্যকে, নর্থ বেঙ্গল জোনের দায়িত্ব পেয়েছেন বিপিন সিং ও প্রবীণ ত্রিপাঠি, পশ্চিম জোনের দায়িত্ব পেয়েছেন আইপিএস সঞ্জয় সিং। সাউথ বেঙ্গল জোনের দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধিনাথ গুপ্তা ও প্রসুন বন্দ্যোপাধ্যায়কে।\
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেজে উঠছে রেড রোড ও ভিআইপি রোড
বৃহস্পতিবার নবান্ন থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে ভোট পরবর্তী হিংসা তদন্তে হাইকোর্টের নির্দেশে ৩ সদস্যের সিট গঠিত হয় ।গত ১৯ অগাস্ট ভাঙচুর, আগুন, মারধর, ঘরছাড়া করার মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করার জন্য সিট গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট।
তাতে ছিলেন, সৌমেন মিত্র, রণবীর কুমার, সুমন বালা সাহু। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তাদেরকেও ৬ সপ্তাহের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে।