করোনা রোগীর মৃতদেহের সৎকারে ৪৬৬ জন নোডাল অফিসার নিয়োগ করলো রাজ্য সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। কোভিডে আক্রান্ত মৃতদের সৎকারের জন্য শ্মশান কিংবা কবরস্থানের স্থান যাতে সঙ্কুলান হয়, সেটা নিশ্চিত করতে আগেই উদ্যোগী হয়েছিল প্রশাসন।

আর সে কারণেই যায় জন্য পুরনো শ্মশান কিংবা কবরস্থানের সম্প্রসারণ বা মৃতদেহ পোড়ানোর জন্য নতুন জায়গা খোঁজার নির্দেশ দেওয়া হয়েছিল বিভিন্ন পুরসভাকে। একইসঙ্গে করোনায় মৃতদের সৎকার প্রক্রিয়া মসৃণ করতে আরও ১৬ দফা নির্দেশিকা জারি করে রাজ্য প্রশাসন।

সম্প্রতি ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে করোনা রোগীর মৃতদেহ সৎকার নিয়ে বাড়ছে হয়রানি। করোনায় মৃতদেহ সৎকারের সময় সাধারণ মানুষের হয়রানি কমাতে মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই পরিস্থিতিতে কলকাতা ও গ্রামীণ এলাকার জন্য নোডাল অফিসার নিয়োগ করল রাজ্য সরকার।

বাড়ছে অক্সিজেনের চাহিদা, দ্রুত পঞ্চান্নটি প্লান্টের কাজ শুরুর জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরকে চিঠি রাজ্যের

করোনা রোগীর দেহ সৎকার ও সমাধিস্থ করতে মোট ৪৬৬ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। এর মধ্যে কলকাতা-সহ অন্যান্য পুর এলাকার জন্য ১২৪ এবং গ্রামীণ এলাকার জন্য ৩৪২ জন নোডাল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তাঁদের নাম ও ফোন নম্বর জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সরকারিভাবে জানানো হয়েছে, শববাহী গাড়ি ও শেষকৃত্যের খরচ বহন করবে রাজ্য সরকার। শুধু সংশ্লিষ্ট করোনা রোগীর ডেথ সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে।

সম্পর্কিত পোস্ট