বুধবার থেকে রাজ্যে ৬০ লক্ষ পরিয়ায়ী শ্রমিককে রেশন দিচ্ছে রাজ্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে বার বার পড়তে হয়েছে রাজ্য সরকারকে। তবুও রাজ্য যে নীরবে পরিযায়ী শ্রমিকদের জন্য কাজ করে চলেছে তার প্রমাণ মিলল বুধবার।

১০০ দিনের কাজে পরিযায়ী শ্রমিকদের ব্যবহারের পাশাপাশি তাঁদের জন্য খাবারের ব্যবস্থা করতে এদিন থেকেই রেশন দেওয়া শুরু করল রাজ্য। তবে এই রেশন শুধু আমাদের রাজ্যে ফেরত আসা পরিযায়ী শ্রমিকরাই নয়, পাবেন এই রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরাও।

সব মিলিয়ে প্রায় ৬০ লক্ষ মানুষকে এই রেশন দেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য দফতর। পরিযায়ী শ্রমিকদের জন্য ইতিমধ্যেই রাজ্য খাদ্য দফতর জেলাশাসকদের সঙ্গে কথা বলে স্পেশাল কুপন তৈরি করেছে।

সেই কুপন জেলাশাসকরা পরিযায়ী শ্রমিকদের দিয়েছেন। এই কুপন দেখালেই বাড়ির পাশের রেশন দোকান থেকেই মিলবে রেশন। পরিযায়ী শ্রমিকদের জন্য থাকছে মাথাপিছু ৫ কেজি চাল ও ১ কেজি গোটা ছোলা।

করোনা আক্রান্ত শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্য

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, রাজ্যের পরিয়ায়ী শ্রমিকরা কোনওভাবেই অভুক্ত থাকুক চান না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্য সরকার তার সাধ্যমতো খাদ্য সামগ্রী পরিযায়ী শ্রমিকদের দেবে।

তিনি আরও বলেন, অন্য রাজ্যের মতো আমরা ভিন রাজ্যের শ্রমিকদের জোর করে ফেরত পাঠাইনি। আমরা সবাইকে এই রেশন দিচ্ছি। এই কঠিন পরিস্থিতিতে সবাই খেয়ে বাঁচুক। জুন ও জুলাই মাস জুড়ে এই রেশন দেওয়া হবে।

খাদ্য দফতরের হিসেব অনুযায়ী প্রথম দিনেই ২ লক্ষ গ্রাহক এই রেশন তুলেছেন। তবে যত সময় যাবে এই সংখ্যাটা আরও বাড়বে।

এদিকে রেশনের ডাল দেওয়া নিয়ে বিতর্ক যা চলছিল তা অবশেষে অবসান হল। ১৫ জুন থেকে রাজ্যের সমস্ত রেশন দোকানে ডাল দেওয়া হয়েছে জানান খাদ্যমন্ত্রী।

তবে ডাল তারাই পাবেন যারা অন্ত্যোদয় অন্ন যোজনা, পি এইচ এইচ ও এস পি এইচ এইচ গ্রাহক। জুন মাসে মুসুর ডাল দেওয়া হলেও, জুলাই ও অআগস্ট মাসে মুগ ডাল দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট