পুজোর ছুটির পর একদিন অন্তর স্কুল খোলার ভাবনায় রাজ্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার পুজোর ছুটির পরে নিয়ন্ত্রিতভাবে স্কুলে পঠন-পাঠন শুরু করতে চায়। নবান্নে আজ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন।

তিনি বলেন রাজ্যে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই পুজোর ছুটির পরে একদিন অন্তর অন্তর স্কুল খোলার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। তিনি বলেন,নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন ওই পরামর্শদাতা কমিটির করা বিভিন্ন সুপারিশ মেনেই রাজ্য করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউএর সফলভাবে মোকাবেলা করেছে।

DVC জলে বন্দি লক্ষ মানুষ, আসছে তেড়ে বৃষ্টি

রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৩৩ লক্ষ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। চিকিৎসা পরিকাঠামো আরও উন্নতি ঘটানো হয়েছে।এখন সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটির সদস্যরা বেশ কিছু সুপারিশ করেছেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় করোনাকে ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। উৎসবের মরসুমে কোভিড বিধি মান্য করার উপরে তিনি বিশেষ জোর দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট