দর্শকশূন্য রেডরোডে স্বাধীনতা দিবস পালন করবে রাজ্য

দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে এবার দর্শক ছাড়াই রেডরোডে ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। কাটছাঁট করা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও, এমনটাই সূত্রের খবর।

রোডে প্রতি বছর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন হয়ে থাকে। আর সেই অনুষ্ঠান দেখার জন্য রেড রোড হাজির থাকেন হাজার হাজার সাধারণ মানুষ। এরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সাক্ষী থাকতে।

এবার করোনা আবহে সেই সব সাধারণ মানুষকে রেড রোডে ঢোকার অনুমতি দেওয়া হয়নি । অর্থাৎ সাধারণ দর্শক ছাড়াই রেড রোডে ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে।

সূত্রের খবর, শুধুমাত্র রাজ্যের মন্ত্রী, আমলা এবং ডিজি-সিপি-সহ পদস্থ পুলিশ কর্তারাই উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। থাকবেন কয়েকজন সেনা অফিসারও।

১০০ থেকে ১২০ জন অতিথি উপস্থিত থাকবেন রেড রোডে। প্রত্যেকের বসার আসনের মাঝে কমকরে ৭ ফুট দূরত্ব রাখা হবে।

পতাকা উত্তোলন ছাড়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হওয়া অন্য অনুষ্ঠানের সময়ও কাটছাট করা হচ্ছে বলেই খবর। কমছে ট্যাবলোর সংখ্যাও।

২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই অনুষ্ঠান শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরকে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, এবারের অনুষ্ঠানে ডাক্তার, নার্স, পুলিশ, পুরকর্মী-সহ মোট ২৫ জন ফ্রন্টলাইন যোদ্ধাকে বিশেষ স্মারক দেওয়া হবে।

প্রত্যেক বছরের মতো এবারও স্বাধীনতা দিবসে শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র রেড রোডেই থাকছে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা।

মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোড়াই কেয়ার, ‘পুলিশের তোলাবাজি’ তে গড়ের মাঠ ব্যবসায়ীদের পকেট

করোনা ভাইরাস পরিস্থিতিতে কেন্দ্রই পথে হেঁটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কাটছাঁটের কথা আগেই জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

সম্প্রতি রাজ্যের স্বাধীনতা দিবস নিয়ে রূপরেখা স্থির করতে নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঠিক হয়েছে, প্রতি বছরের মতো এবারও ওইদিন সকাল ১০টায় রেড রোডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পুলিশের তরফে ছোট করে কুচকাওয়াজ হবে। এরপর পতাকা উত্তোলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সঙ্গে পুলিশের একটি দল থাকবে। এই বছর ট্যাবলোর সংখ্যা কম থাকবে। তবে পরিস্থিতি অনুযায়ী তা আরও কাটছাঁট করা হতে পারে।

করোনা আবহে কীভাবে তা পালন করা হবে, সেই সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশিকা ইতিমধ্যেই প্রতিটি রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই নির্দেশিকায় বড়সড় জমায়েত এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীদের মতো করোনা যোদ্ধাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র। রাজ্য সরকার সেই পরামর্শ মেনে করোনা যোদ্ধাদের আমন্ত্রণ জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট