নভেম্বরের শুরুতেই করোনা ভ্যাক্সিন আনতে চলেছে আমেরিকা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার প্রতিষেধক ভ্যাকসিন এনে ইতিমধ্যেই চমক দিয়েছে রাশিয়া। তাই দেরি না করেই তড়িঘড়ি করোনা ভ্যাক্সিনের টিকাকরণ শুরু করে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্রের খবর, ১ নভেম্বর করোনার ভ্যাক্সিন আনতে চলেছে আমেরিকা। এর জন্য সমস্ত রাজ্যকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

রাশিয়া এবং অক্সফোর্ড ইতিমধ্যেই বাজারে ভ্যাক্সিন আনতে চলেছে। তাই আন্তর্জাতিক স্তরে নিজেদের আধিপত্য কায়েম রাখতে এবং প্রেসিডেন্ট নির্বাচনের কথা মাথায় রেখে বাজারে দ্রুত ভ্যাক্সিন আনতে চান ট্রাম্প।

যদিও ট্রাম্প ঘনিষ্ঠ মহলের দাবী, করোনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে বিপর্যয় এসেছে তাকে দ্রুত কাটিয়ে উঠতেই ভ্যাক্সিন আনতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bleeding-in-the-brain-hospitalized-state-minister-nirmal-majhi/

বুধবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন নভেম্বরের শুরুতেই আসতে চলেছে করোনা ভ্যাক্সিন। কিন্তু তা কিভাবে দেশের মধ্যে বিতরন করা হবে তার জন্য রাজ্যগুলির ওপর দায়িত্ব দিয়েছেন তিনি।

মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তরফে জানানো হয়েছে, কোন ব্যক্তি কীসের ভিত্তিতে আগে ভ্যাক্সিন পাবে তা ঠিক করতে হবে রাজ্যগুলিকে।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার প্রতিষধক টিকা তৈরির শেষ ধাপে উপস্থিত মোর্ডোনা আইএনসি এবং ফাইজার আইএনসি। দুটি স্বাস্থ্য সংস্থা তাঁদের ট্রায়ালের শেষ পর্বে উপস্থিত হয়েছে। ট্রায়াল সফল হলেই শুরু হতে পারে টিকাকরণ। এমনটাই সূত্রের খবর।

সম্পর্কিত পোস্ট