সুজাতা সবে ট্রেলার, ‘পিকচার অভি বাকি হায়’
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজনীতি সত্যি সম্ভবনাময় শিল্প। এতে বিনিয়োগের প্রয়োজন হয় না। একটু বুদ্ধি খরচ করলেই বাজার মাত করা যায়। যা করে দেখালেন সুজাতা মন্ডল খাঁ। এই কিছুদিন আগের কথা বাংলার মানুষের সত্যি মনে আছে নির্বাচনের সময় স্বামী সৌমিত্র খাঁয়ের দলের হয়ে বলেছিলেন “পিসি ভাইপোর সরকার আর নেই দরকার”।
দুর্নীতির অভিযোগ ছিল সুজাতার গলায়। কিন্তু কি এমন কারণের জন্য পারিবারিক বিবাদ আজ রাজনৈতিক ঘটনার অংশ হল। কি এমন গল্প যা সুজাতার কাছেই বিজেপি বা সাংসদ সৌমিত্র খাঁ গলার কাঁটা হয়ে গেল?
এর উত্তর সুজাতা এবং সৌমিত্র বলতে পারবেন। এক সময় যে দলকে সরাসরি আক্রমণ করতে সুজাতা বিন্দুমাত্র পিছপা হতেন না, আজ সেই শাসক দলের বর্ষীয়ান নেতা সৌগত রায় তাঁর হাতে পতাকা তুলে দিলেন।
আরও পড়ুনঃ অমিত শাহকে পাল্টা চ্যালেঞ্জ, বোলপুরে রোড শো করবেন মমতা
একেবারে ঝোপ বুঝে কোপ মারলেন। কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়। তাঁর বিজেপিতে আসার আগে বিষ্ণুপুরের বিজেপি সমর্থকরা বিরোধিতা শুরু করে দেন। রাজনীতিতে আসা যাওয়াটা কোনও ফ্যাক্টর নয়। আসল হল রাজনৈতিক সম্মান এবং পুনর্বাসন চাইলেন সুজাতা মণ্ডল খাঁ।
গল্প এখানেই শেষ নয়। কারণ শুভেন্দু বিজেপিতে যাওয়ায় হয়তো দু একজন বিজেপি সাংসদ কোনো সিদ্ধান্ত নিতে পারে বলছে রাজনৈতিক কারবারিরা। তার জন্য বসন্তের অপেক্ষা করার প্রয়োজন হবে না হয়তো।
বিজেপির রাজনৈতিক অনুশাসনের ফাঁকেই আটকে যাচ্ছেই তৃণমূল থেকে যাওয়া অনেকে । তাই ২১ এর আগে হয়তো কোন বড় চমক অপেক্ষা করছে। হয়তো সুজাতা দিয়ে যাত্রা শুরু তৃণমূলের।বাকি টা সময় ওপর ছাড়তে হবে।
তাই সফল ও সম্ভাবনাময় শিল্প ও শিল্পীদের রাজনীতিতে ‘আনা যানা চলতা রাহেগা’ । কোন মানতা হ্য়ায় নীতি অউর আদর্শ। সিক্কার তলায় থাকে জনতা জনার্দন ।