হালিশহরে বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার তিন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হালিশহরের বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। পরিবারের তরফে দেওয়া অভিযোগের তালিকার ভিত্তিতেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির দাবী তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তিনজনই।
ধৃত তিন ব্যাক্তির নাম বাবাই, অভিজিৎ দাস এবং সোমনাথ গাঙ্গুলি। অভিযোগ, শনিবার বিকেলে গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়েছিলেন বিজেপি নেতা সৈকত ভাওয়াল। সেই সময়েই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ১০ থেকে ১২ জন তৃণমূলের বাইক বাহিনী। অভিযোগ, মাটিতে ফেলে মারা হয় সৈকতকে।
আরও পড়ুনঃ অবস্থানে অনড়, রাজ্যে এসে CAA নিয়ে অবস্থান স্পষ্ট করুন অমিত শাহঃ শান্তনু ঠাকুর
রক্তাক্ত অবস্থায় সৈকতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বদলা নিতেই হবে। পাল্টা হুঁশিয়ারি দেন বিজপুরের বিধায়ক এবং মুকুল রায় পুত্র শুভ্রাংশু রায়। তৃণমূল বুঝতে পেরেছে তাঁদের পায়ের তলার মাটি সরে গেছে। তাই এরকম করছে। তৃণমূল নেতা সুবোধ অধিকারীর নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ অর্জুন সিং। যদিও শাসক দলের দাবী এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব।
শনিবারের ঘটনার পর রবিবার বিজপুর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অভিযোগ, আরও কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। যেভাবে দিনের পর দিন বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ। ঘটনাস্থলে উপস্থিত বিরাট পুলিশ বাহিনী। বিজেপির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ঘিরে ধুন্ধুমার গোটা এলাকায়।