ভোটের পরেও অশান্ত আনন্দপুর থানা এলাকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের পরেও অশান্তি অব্যাহত কসবা বিধানসভা এলাকায়। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে আনন্দপুর থানা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সকাল থেকে রুবি মোড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপি। এলাকায় উপস্থিত ব্যাপক পুলিশ বাহিনী।
অভিযোগ, রবিবার রাতে পশ্চিম চৌবাগা এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগা এলাকায় পার্টি অফিসে বসেছিলেন বিজেপি কর্মীরা। সেইসময়েই তাঁদেরকে গালিগালাজ এবং হুমকি দেওয়া অভিযোগ ওঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। মহিলাদের কটুক্তি করে বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ডোমজুড়ে ভোট পরবর্তীতে অশান্তি জারি
এমনকি দুই দলের মধ্যে হাথাতি শুরু হয়ে যায়, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় আনন্দপুর থানার পুলিশ। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। প্রতিবাদে চলে থানা ঘেরাও কর্মসুচী। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী তোলেন বিজেপি কর্মীরা।
সোমবার সকাল থেকে রুবি মোড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে কোনোরকম অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে অতি দ্রুত দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন তাঁরা।