ভোটের আগে রণক্ষেত্র ট্যাংরা, আহত ১৪ জন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের আগেই তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত ট্যাংরা। ট্যাংরার মথুরবাবু লেনের ঘটনা। একে অপরের বিরুদ্ধে বাঁশ, রড দিয়ে হামলার অভিযোগ। আহত দু’পক্ষের ১৪ জন। ঘটনার পর থেকে থমথমে এলাকা। মোতায়েন বিরাট পুলিশ বাহিনী।
ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে বেলেঘাটা বিধানসভার অন্তর্গত মথুরবাবু লেনে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয় রবিবার রাত থেকেই। বিজেপির তরফে অভিযোগ, বেছে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। একজন মহিলার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ প্রতিটি জেলায় তৈরি হবে অক্সিজেন প্ল্যান্টস, ঘোষণা প্রধানমন্ত্রীর
তৃণমূলের পাল্টা দাবী, তৃণমূলের কোনও লোক এর সঙ্গে যুক্ত নয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। রাতের পর দুপুরের ফের এলাকায় অশান্ত ছড়ায়। বিজেপির পথসভার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
বাঁশ এবং রড দিয়ে একে অপরের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। দু’পক্ষের ১৪ জন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
২৯ তারিখ শেষ দফার নির্বাচন রয়েছে বেলেঘাটায়। তার আগে খোদ শহর কলকাতায় তৃণমূল এবং বিজেপির সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কিত সাধারণ মানুষ। কলকাতায় শান্তিপূর্ণ নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চাইছে নির্বাচন কমিশন। কিন্তু একের পর এক রাজনৈতিক সংঘর্ষের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ।