TMC Clash: মদ্যপানের প্রতিবাদ করায় দলেরই কর্মীকে গুলি, গ্রেফতার ৩

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শাসক দলের গোষ্ঠী সংঘর্ষের জেরে ডায়মন্ডহারবারে চলল গুলি। দুষ্কৃতীদের গুলিতে আহত তৃণমূল কর্মী। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার পাশে ডোমপাড়ায় গুলিবিদ্ধ হলেন যুব তৃণমূল কর্মী বিশাল খেয়ারি। খুব কাছ থেকে বিশালকে গুলি করে দুষ্কৃতীরা। তড়িঘড়ি স্থানীয়রা আহত বিশালকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা করে।

বিশালের পায়ে গুলি লেগেছে। অপারেশনের পর আপাতত বিপদমুক্ত বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় শহরজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছোয় ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে, আইসি গৌতম মিত্র সহ বিশাল বাহিনী। ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধারের পর গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত সৌরিশ দে’কে হাসপাতালে পাঠানো হয়েছে। বিশাল পুরসভার ১২ নং ওয়ার্ডের বাসিন্দা। এলাকায় জনপ্রিয় ফুটবলার হিসেবে পরিচিত। ধৃত সৌরিশ দে, বুদ্ধদেব চিত্রকর ওরফে ডোঙা ও রাজেশ পান্ডে। প্রত্যেকেই ডায়মন্ড হারবার পুরসভা এলাকার ১২ নং ওয়ার্ডের বাসিন্দা। শুধু তাই নয় এরা প্রত্যেকেই তৃণমূল কর্মী।

KMC Election2021: প্রথমবার ‘জেমস’-র মাধ্যমে সম্পন্ন হচ্ছে গোটা প্রক্রিয়া

এদিন এদেরই কয়েকজন পাড়ার মধ্যে মদ্যপান করছিল। সেই সময় মদ্যপানের প্রতিবাদ করেন তৃণমূল কর্মী বিশাল। তার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ওই তৃণমূল কর্মীরা। আচমকাই ওই বিশালকে লক্ষ্য করে গুলি চালায় তারা।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির কার্তুজ। তবে কি কারণে গুলি চলল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর শহরের তৃণমুল নেতৃত্ব হাসপাতালের সামনে ভিড় জমান। ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানান তারা।

সম্পর্কিত পোস্ট