তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিং গ্রেফতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিংকে গ্রেফতার করল ইডি। দিল্লিতে সদর দফতরে তাঁকে হেফাজতে নিয়েছে ইডি। বেআইনি আর্থিক লেনদেন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবারই তাঁকে আদালতে পেশ করা হতে পারে। এখনও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে। ১৬ তারিখ অবধি তাঁকে হেফাজতে নিয়েছে ইডি।
অভিযোগ, বাজার থেকে বেআইনিভাবে কোটি কোটি টাকা তুলেছেন অ্যালকেমিস্ট কোম্পানি। যার কর্ণধার কেডি সিং। যে টাকা বিদেশে পাচার করা হয়েছে। কিভাবে সেই টাকা বিদেশে পাঠানো হল? এর পিছনে আর কোন প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন সেবিষয়ে জানতেই মঙ্গলবার ইডির সদর দফতরে কেডি সিংকে তলবে করা হয়েছিল। কিন্তু গতকালেও তাঁর কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/shuvendu-adhikari-is-addressing-a-meeting-in-arjun-nagar-bhagwanpur/
বুধবারও তাঁকে তলব করা হয়। তাঁকে প্রায় ঘন্টাখানেক জিজ্ঞাসাবাদের পর হেফাজতে নেয় ইডি। অভিযোগ, ইডির একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন কেডি সিং। তাই তাঁর কাছে থেকে কোনও সদুত্তর না মেলায় হেফাজতে নিতে বাধ্য হয় ইডি।
এবিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের প্রায় ৭০ লক্ষ মানুষ অ্যালকেমিস্টের মিথ্যা প্রতিশ্রুতির শিকার হয়েছে। শুধুমাত্র গ্রেফতার নয়, এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের টাকা ফিরিয়ে দেওয়া দাবী তুলেছেন তিনি। একইসঙ্গে কান টানলে মাথা আসবে বলে জানিয়েছেন তিনি।
কি বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়? শুনুন