কেন্দ্রের ভ্যাকসিন নীতির কড়া সমালোচনা তৃণমূলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় নীতির তীব্র বিরোধিতা করল তৃণমূল। বুধবার তৃণমূল ভবন থেকে সৌগত রায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যগুলির ওপর দোষ চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন।
একইসঙ্গে তিনি বলেন, কেন্দ্রেরই দায়িত্ব ভ্যাকসিন বণ্টন করার। তিনি বলেন, ভ্যাকসিনের এই পলিসি ঠিক করবার জন্য ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রীকে চিঠি দেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু কর্ণপাত করেনি কেন্দ্র। আগামী ৩০ এপ্রিল বেসরকারি হাসপাতালগুলির থেকে টিকা নিয়ে নেওয়ার ফলে এখন ওই হাসপাতালগুলি প্রথম দফার টিকাও দিতে পারবে না।
আরও পড়ুনঃ কাজল সিনার মৃত্যুর জন্য সুদীপ জৈনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ স্ত্রীর
এর ফলে চূড়ান্ত সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। আগামী ১ মে থেকে ১৮-র ঊর্ধ্বদেরও টিকাকরণ শুরু হবে। কিন্তু রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের রাজ্যের তরফেই টিকাকরণ করাতে হবে। সৌগতবাবু জানান, আমরা চেয়েছিলাম সংগ্রহ কেন্দ্রীয়স্তরে, বন্টন রাজ্যস্তরে হোক। কিন্তু তা শোনেনি কেন্দ্র।
পর্যাপ্ত টিকা না থাকায় রাত থেকে লাইনে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। এই দৃশ্য দেখা গিয়েছে খোদ কলকাতাতেও। এই প্রসঙ্গ তুলে আজ সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। পাশাপাশি ভ্যাকসিন যাতে দ্রুত পাওয়া যায় সেই জন্য উৎপাদনকারী সংস্থাগুলিকে লগ্নিতে ভর্তুকি দেওয়ার এবং উৎপাদন বৃদ্ধির জন্য চাপ দেওয়া হোক বলেও জানিয়েছেন তিনি।
এদিন সেট কেন্দ্র রাজ্যের জন্য ভ্যাকসিনের দাম ভিন্ন কেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। তবে সব মিলিয়ে এই পরিস্থিতিতে পড়েছেন সাধারণ মানুষ। দেশে গণটিকাকরণ না হলে করোনায় ভয়াবহতা আরও বাড়বে বলেই মত চিকিৎসকদের।