রাজীবকে ফোন দলের শীর্ষ নেতৃত্বের, আজকালের মধ্যে বৈঠকের সম্ভাবনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন দলের শীর্ষ নেতৃত্বের। আলোচনায় বসার ডাক। আজকালের মধ্যেই বৈঠকের সম্ভাবনা। বৈঠকে যাবেন বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার, হুগলি কামারপুকুরে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট্রের উদ্য়োগে একটি অরাজনৈতিক সভায় যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।  অরাজনৈতিক সেই সভায় হাজির ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, গোঘাটের বিধায়ক মানস মজুমদারও।

সভায় ব্রাহ্মণদের উদ্দেশ্যে করে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন,  ‘আমি আপনাদের পাশে আছি। মুখ্যমন্ত্রীকে নিজে বলেছি, এঁদের সকলের জন্য় ভাবতে হবে।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বলেন,  ‘যত মত থাকবে, তত ভিন্ন ভিন্ন পথ থাকবে। এই পথে না হলে অন্যপথ ধরতে হবে!’ তাঁর কথায় ‘পুরোটা ঠাকুরকে স্মরণ করে বলেছি। কোনও রাজনৈতিক কারণে বলিনি। আজ আমি একটি অরাজনৈতিক সভায় এসেছি। এখান থেকে রাজনৈতিক কথা বলতে নিশ্চিতভাবে আমার অসুবিধা হবে।’

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই একটি অরাজনৈতিক সভা থেকে দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “অনেকেই আছেন যারা নিজেদের স্বার্থে ক্ষমতা দখলের স্বার্থে রাজনীতি করেন। বর্তমানে রাজনীতিতে স্তাবকতার যুগ তৈরি হয়েছে। যারা দুর্নীতিগ্রস্ত তারা স্তাবক বলে সামনের সারিতে। শুধুমাত্র হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে হবে। তাহলেই ভাল। এর অন্যথা হলে তুমি খারাপ। যাদের দক্ষতা আছে যারা মাঠে নেমে মানুষের সঙ্গে মিশে কাজ করে, তারা প্রাধান্য পাচ্ছে না। অপরদিকে যারা ঠাণ্ডা ঘরে এসির মধ্যে বসে রয়েছেন, যাদের মুখ মানুষ আর পছন্দ করছে না, তারাই স্তাবকতার জন্য সামনের সারিতে।”

এরপরই জল্পনা শুরু হয় রাজ্য রাজনীতিতে। প্রশ্ন ওঠে তাহলে তিনিও কী দলত্যাগ করে যোগ দেবেন বিজেপিতে? প্রশ্নের উত্তরে রাজীব জানান, তিনি দলে থেকে মন্ত্রীসভার সদস্য হয়ে তার মনের কথা জনগনকে বলেছেন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/shah-is-coming-to-the-state-on-the-19th-december-tmc-leader-may-be-join/

তার পরেই দেখা যায় শহর জুড়ে রাজীবের পোস্টের। দলের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। এরইমাঝে  হাওড়ায় বঙ্গধ্বনি অনুষ্ঠানেও যাননি বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলায় তৃণমূলের সভাপতি লক্ষ্মীরতন শুক্লা জানান, সবারই নিজস্ব কিছু কাজ থাকে। সেই কাজে আটকে পড়ার জন্যই হয়তো এদিন আসতে পারেননি রাজীব বন্দ্যোপাধ্যায়।

তাই রাজীবের বর্তমান অবস্থানকে সামনে রেখে তাকে আলোচনায় বসার আহ্বান করলেন দলের শীর্ষ নেতৃত্বরা।সূত্রের খবর দলনেত্রীর নির্দেশ রাজীবকে বৈঠকে বসতে রাজি করা হয়। সূত্রের খবর এই আহ্বান কে সাড়া দিয়ে বৈঠকে বসতে রাজি হয়েছেন তিনি । আজকলের মধ্যে এই বৈঠকের সম্ভাবনা আছে বলে তৃণমূল সূত্রের খবর।

সম্পর্কিত পোস্ট