রাজ্যসভায় দাঁড়িয়ে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার রাজ্যসভা দাঁড়িয়েই ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। সেখানে তিনি বলেন, দলের ভেতরে আমার দমবন্ধ হয়ে আসছে। দলে থেকে আমার দমবন্ধ হয়ে আসছে। নিজের অন্তরের আত্মার কথা শুনেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে কি বিজেপিতে যাচ্ছেন তিনি? সেই জল্পনা তুঙ্গে।

এদিন রাজ্যসভায় দাঁড়িয়ে দীনেশ ত্রিবেদী বলেন, সব মানুষের জীবনে এমন একটা সময় আসে, যখন সে নিজের অন্তরাত্মার কথা শুনতে পান। আমার জীবনেও এমনই একটা সময় এসেছে। আমি এখানে বসে বসে ভাবছিলাম আমরা রাজনীতিতে কি কারণে আসি। আসলে আমরা দেশের জন্যেই আসি।

যখন রেলমন্ত্রী ছিলাম তখনও আমার জীবনে এই মুহুর্ত এসেছিল। যখন আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল, দেশ বড়ো নাকি পক্ষ বড়ো। রাজ্যসভায় দাঁড়িয়ে বললেন তৃণমূল সাংসদ।

এমনকি রাজ্যসভায় দাঁড়িয়ে কোভিডের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের প্রশংসা করেন তিনি। আর তাতেই বিজেপি যোগের জল্পনা আরও জোরালো হয়েছে।

আরও পড়ুনঃ চিনের সামনে দাঁড়াতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিঃ রাহুল গান্ধী

এদিন ডেপুটি চেয়াম্যানের কাছে ইস্তফা দেন তিনি। সঠিক পদ্ধতিতে চেয়ারম্যানের কাছে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি।

এর আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন দীনেশ ত্রিবেদী। ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের কাছে পরাজিত হন তিনি। পরে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় সাংসদ হিসাবে নির্বাচিত হন তিনি।

ভোটের আগে ফের ধাক্কা খেল তৃণমূল। যদিও এবিষয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূলে থেকে কাজ না করতে পারলে বিজেপিতে তাঁকে স্বাগত।

তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, এবিষয়ে তিনি অবগত ছিলেন না। বাজেটে ভাষণ দেওয়ার সময় কীভাবে চেয়ার কি করে অনুমতি দিলেন সেই বিষয়েও দেখা হোক।

সম্পর্কিত পোস্ট