দীর্ঘ ধর্নায় মিলল জয়, অমিত শাহের বাসভবনে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুপুর ১২ টা থেকে দিল্লিতে নর্থ ব্লকের সামনে বৈঠকে বসেন তৃণমূল সাংসদরা। অবশেষে মিলল সময়। অমিত শাহের সঙ্গে তৃণমূলের সাংসদদের সাক্ষাৎ। দিল্লিতে অমিত শাহের বাসভবনে তৃণমূলের ১৫ জন্য সাংসদের সঙ্গে দেখা করবেন তিনি।

সূত্রের খবর, তৃণমূলের প্রায় ১৫ সাংসদের প্রতিনিধি দল গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেই প্রতিনিধি দলে রয়েছেন সৌগত রায়, শান্তনু সেন, দোলা সেন, কল্যান বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার সহ অন্যান্য সাংসদরা।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে ত্রিপুরা নিয়ে আলোচনা করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। একই সঙ্গে সায়নী ঘোষের গ্রেফতারি নিয়েও কথা বলা হবে জমা দেওয়া হবে ডেপুটেশন। আজ বিকেল ৪ টের সময় তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সময় দিয়েছেন অমিত শাহ।

আজই আদালত অবমাননার অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল। সেই মামলা গৃহীত হয়েছে সুপ্রিম কোর্টে। আগামিকাল, মঙ্গলবার সেই মামলার শুনানি রয়েছে। তৃণমূলের অভিযোগ, ত্রিপুরায় আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। তৃণমূল সুপ্রিম কোর্টে জানিয়েছে যে আদালত ত্রিপুরা সরকারকে আসন্ন ত্রিপুরা নির্বাচনের জন্য প্রার্থী এবং প্রচারকারীদের নিরাপত্তা দিতে বলার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে।

সম্পর্কিত পোস্ট