টার্গেট ২১ জুলাই? রাতভর গোপন বৈঠক বিজেপি বিধায়কদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভাঙন কি ক্রমে ধস নামাতে চলেছে ত্রিপুরার শাসক দল বিজেপিতে? শুক্রবার মধ্যরাত পেরিয়ে শনিবারের গভীর রাত পর্যন্ত বিদ্রোহী বিধায়করা বিশেষ বৈঠক করলেন। আগরতলায় এই বৈঠক হয়েছে এমএলএ হস্টেলে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণের ঘরে।

যদিও এই বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে তা জানাতে চাননি বিদ্রোহী বিজেপি শিবিরের কোনও নেতা। আগরতলায় গুঞ্জন, আসন্ন ২১ জুলাই তৃণমূল কংগ্রেস আয়োজিত শহিদ দিবস ঘিরে রাজনৈতিক নাটক চরম পর্যায়ে যাবে।

মু়খ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রতি তীব্র ক্ষোভ দেখিয়ে বারবার তাঁকে সরানোর দাবি করেছেন বিদ্রোহী বিজেপি বিধায়করা। দিল্লি গিয়ে দলটির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের আগরতলায় পাঠায় বিজেপি। নাড্ডার নির্দেশে বিপ্লব দেব ও সুদীপ রায় বর্মণ শিবির মুখোমুখি আলোচনা করে। তবে তাতে চিঁড়ে ভেজেনি।

ইতিমধ্যে সরকারের শরিক আইপিএফটি দলের এক বিধায়ক বৃষকেতু দেববর্মা ইস্তফা দিতে চেয়েছেন। তিনি নবগঠিত উপজাতি দল তিপ্রা মথা-তে যোগ দিলেও তাঁর বিধায়ক পদ বাতিল করেননি অধ্যক্ষ।
সদ্য সমাপ্ত উপজাতি এলাকার ভোটে পাহাড়ি এলাকায় শাসক বিজেপি ও আইপিএফটিকে মুছে দিয়েছে তিপ্রা মথা। উপজাতি এলাকার গত ১৮ বছরের সিপিআইএমের বোর্ড ছিল। তারা হয়েছে শূন্য।

উপজাতি এলাকায় তিপ্রা মথা জয়ী হতেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের তরফে জোটের বার্তা দেওয়া হয়। সূত্রের খবর, সেই জোট হওয়ার প্রবল সম্ভাবনা। কারণ, পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরায় সরকার গড়তে মরিয়া টিএমসি।

২১ জুলাই মমতার ভিডিও বার্তা শোনাতে ত্রিপুরায় প্রস্তুতি টিএমসির

সূত্রের খবর, বিজেপির বিদ্রোহী বিধায়কদের ভাঙিয়ে নিতে চাইছে টিএমসি। গত বিধানসভা ভোটের আগে এরাই সুদীপবাবুর নেতৃত্বে প্রথমে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে আসেন। পরে টিএমসি ত্যাগ করে বিজেপিতে যান। রাজ্যে টানা ২৫ বছরের বামফ্রন্ট সরকার ভোটে পরাজিত হয়। ক্ষমতায় এসেছে বিজেপি ও আইপিএফটি দল। এর পর থেকেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও হেভিওয়েট নেতা সুদীপ রায়বর্মণের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্ব প্রবল আকার নিয়েছে।

এদিকে ২১ জুলাই ত্রিপুরা জুড়ে মমতার ভিডিও বার্তা শোনাতে প্রস্তুতি নিয়েছে টিএমসি। ত্রিপুরার প্রাক্তন মু়খ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রনাল সিংহের পুত্র আশীষলাল সিং ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সম্প্রচার করার বিষয়ে ইতিবাচক। তিনি জানান, এই বিষয়ে কলকাতায় টিএমসি সাংসদ সুখেন্দু শেখর রায়ের সঙ্গে কথা হয়েছে। তবে শাসক বিজেপির যে সব বিক্ষুব্ধ বিধায়করা টিএমসি তে যেতে ফের পা বাড়িয়ে রেখেছেন তারা ২১ জুলাই নিয়ে মুখ খোলেননি।

১৯৯৩ সালের ২১ জুলাই কলকাতায় ততকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়। মিছিল থেকে পুলিশ কে লক্ষ্য করে হামলা করা হয় বলে অভিযোগ তখনকার বামফ্রন্ট সরকারের। আইনি প্রক্রিয়ায় এই অভিযোগের পক্ষে বিপক্ষে বিস্তর সাক্ষ্য জমা পড়েছে। সেদিন পুলিশের গুলিতে মারা যান ১৩ জন কংগ্রেস কর্মী সমর্থক। পরে কংগ্রেস ভেঙে টিএমসি তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে ২১ জুলাই দিনটি বরাবর পালন করছে তৃ়ণমূল কংগ্রেস।

সম্পর্কিত পোস্ট