বিজেপি কর্মীর উপর প্রাণঘাতী হামলা, উত্তপ্ত দত্তপুকুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আবারও অশান্ত আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত দত্তপুকুর এলাকা। ভারতীয় জনতা পার্টির কর্মীকে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে।

মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ তৃণমূলের কয়েকজন দাপুটে নেতা সাঙ্গোপাঙ্গ নিয়ে দত্তপুকুরের বাসিন্দা ভারতীয় জনতা পার্টির কর্মী বাপি সরদারের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ।

অভিযোগ, এলাকার তৃণমূলের দাপুটে নেতা গোপাল কাঞ্জিলাল, মেঘনাথ দাস, সুমন্ত সিংহসহ তৃণমূলের লোকজনেরা বিজেপি কর্মী বাপি সরদার এর বাড়িতে চড়াও হয়ে হামলা চালায়। লোহার রড চপার দিয়ে বিজেপি কর্মী কে মারধর করে। মাথায় গুরুতর চোট নিয়ে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত হাসপাতালে ভর্তি করা হয় ওই বিজেপি কর্মীকে।

সুন্দরবনের দুর্গত এলাকা পরিদর্শনে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বুধবার সকালে ব্যারাকপুর বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন সান্যাল ও বিজেপি কর্মীরা বারাসাত হাসপাতালে আসেন। আহত বিজেপি কর্মী বাপি সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করার কথা জানান।

ব্যারাকপুর বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন সান্যালের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাপি সরদারের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। মানুষকে ভীতসন্ত্রস্ত করে রাখার চেষ্টা চালাচ্ছে শাসকদল। আহত বাপি সরদারের অবস্থা আশঙ্কাজনক। আজ ওনাকে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হবে।

পাশাপাশি আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারাসাত জেলা পুলিশের কাছে অভিযুক্তদের নাম সহকারে অভিযোগ জানানো হবে। যদি এরপরেও পুলিশ কোনো সদুত্তর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে তার প্রতিবাদ জানাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

সম্পর্কিত পোস্ট