করোনা এবং বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে নবমীতে মেনে চলুন সতর্কতা
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: অষ্টমীর পর নবমীতেও কাটছে না বৃষ্টির ভ্রুকুটি। নবমীর সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। তবুও সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে রাজপথে নেমেছে মানুষের ঢল।
ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। নবমী থেকেই বাড়তে পারে বৃষ্টি। কলকাতা সহ একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকুল এলাকাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। সপ্তাহান্তে রয়েছে বড়সড় দুর্যোগের আশঙ্কা।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব মধ্য আরব সাগরে ঘুর্ণাবর্ত রয়েছে। রয়েছে তামিলনাড়ু উপকুলে। উত্তর আন্দামান এলাকায় যে ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে, তা শক্তি সঞ্চয় করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকুলে নিম্নচাপে পরিণত হতে পারে৷ যার ফলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ওই সমস্ত এলাকায়৷
শুক্রবার থেকেই উপকুলবর্তী এলাকাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। শনিবার থেকে ওই সমস্ত এলাকাগুলিতে হতে পারে বজ্রবৃষ্টি। এদিন উত্তরবঙ্গে বৃষ্টির কম আশঙ্কা রয়েছে।