পুজো নিয়ে রায় পুণর্বিবেচনার জন্য মামলা হাইকোর্টে, শুনানি আজ

দ্য কোয়ারি ডেস্ক: করোনা সংক্রমণ রুখতে প্রতিটি পুজো-মণ্ডপ হবে কনটেনমেন্ট জোন। নির্দিষ্ট সংখ্যক লোক ছাড়া পুজো প্যান্ডেলে কাউকে দেওয়া হবে না প্রবেশের অনুমতি।

করোনা আবহে দুর্গাপুজোর অনুমতি নিয়ে দায়ের হওয়া এক মামলায় সোমবার এমনই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই রায়ের রিভিউ চেয়ে ফের মামলা করল ফোরাম ফর দুর্গোৎসব। সূত্রের খবর, আগামীকাল সেই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

জানা গিয়েছে, আজ মামলার রিভিউ শুনবেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ফোরাম ফর দুর্গোৎসবের হয়ে মামলা লড়বেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/cm-mamata-banerjee-told-that-mbbs-seat-increase-in-west-bengal/

 

প্রসঙ্গত, দুর্গাপুজোর সময় ব্যাপক ভিড় ও সংক্রমণের আশঙ্কা প্রকাশ করে আদালত। শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ২–৩ লক্ষ মানুষের ভিড় ৩০ হাজার পুলিশের দ্বারা কীভাবে সামলানো সম্ভব?

এরপরেই তিনি পুজো-মণ্ডপকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেন।ফলে এবার সব মণ্ডপই হবে নো-এন্ট্রি জোন। একসঙ্গে ১৫ থেকে ২৫ জনকে প্রবেশাধিকার দেওয়া হবে। তবে সেই তালিকায় থাকবে একমাত্র উদ্যোক্তারাই। বড় মণ্ডপের ক্ষেত্রে ১০ মিটার ও ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার এলাকায় কেউ যেতে পারবেন না।

সম্পর্কিত পোস্ট