কেন্দ্রকে তার দায়বদ্ধতা মনে করালেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সার্বজনীন তথ্য জানার অধিকারের আন্তর্জাতিক দিবসে বাদল অধিবেশনের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকারকে এদিন এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সদ্য সমাপ্ত সংসদীয় অধিবেশনে ‘বেশিরভাগ প্রশ্নের’ জবাব এড়িয়ে যাওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তোপ দাগেন মমতা।

আজকের এই বিশেষ দিনের কথা উল্লেখ করে টুইটারে কেন্দ্রকে মনে করিয়ে দেন যে, ‘সরকার জবাব দিতে নাগরিকদের কাছে দায়বদ্ধ।’

মমতা লিখেছেন, ‘আজ সার্বজনীন তথ্য জানার অধিকারের আন্তর্জাতিক দিবস। সম্প্রতি সংসদীয় অধিবেশনে ভারত সরকার যেভাবে ‘এক্সপোজ’ হয়ে গিয়েছে তা তাজ্জব করে দেওয়ার মতো।’

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/chatradhar-mahato-effetcted-in-corona-cbi-attendence-postpone/

বেশিরভাগ প্রশ্নের উত্তরই ছিল ‘কোনও তথ্য নেই।’ প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার রয়েছে। সরকার প্রত্যেকের কাছে জবাব দিতে দায়বদ্ধ।

প্রসঙ্গত, চলতি বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকার সংসদে জানায় যে তাদের কাছে কৃষক আত্মহত্যার কোনও তথ্যই নেই। এর কারণ হিসেবে বলা হয়েছিল, কোনও রাজ্য নাকি কেন্দ্রীয় সরকারকে তথ্য জানায়নি।

এমনকী লকডাউন চলাকালীন কত পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে সেই তথ্য বা পরিসংখ্যানও ছিল না কেন্দ্রীয় সরকারের কাছে।

সম্পর্কিত পোস্ট