আজ নতুন রুপে সংস্কার করা হল কোচবিহার পুলিশ হাসাপাতাল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ আমলে নির্মিত কোচবিহার পুলিশ হাসপাতালটি সংস্কার করে আজ নতুন রূপে উদ্বোধন করা হল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ, জেলা শাসক পবন কাদিয়ান, জেলার পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার প্রমুখ।

এই হাসপাতালটিতে বহির্বিভাগের পাশাপাশি থাকছে, দশ’টি শয্যা, এছাড়াও যোগ চর্চার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা বলে জানিয়েছন, জেলার পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই হাসপাতালে একটি ওয়েললেস ক্লিনিক সহ চালু করা হলো অনুশীলন কেন্দ্রও। মানসিক শক্তি বৃদ্ধির জন্য সপ্তাহে একদিন করে পুলিশকর্মীদের নিয়ে শিবির করা হবে।

একজন মেডিকেল অফিসার সেখানে রয়েছেন। দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় পড়েছিল এই হাসপাতালটি। তবে নতুন করে শুরু হওয়ায় খুশি পুলিশকর্মীরা।

সম্পর্কিত পোস্ট