Maynaguri Rail Accident: মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ ঘোষণা রেলের, ঘটনাস্থলে আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ময়নাগুড়িতে লাইনচ্যুত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস, বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা।লাইনচ্যুত হয়ে গিয়েছে বিকানের-গৌহাটি এক্সপ্রেস। তার জেরে বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেসটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ৫০ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

পাটনা থেকে গুয়াহাটিগামী ওই ট্রেনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছয় একটি উদ্ধারকারী দল। ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। তার জেরে হতাহতের বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব বলেন, ‘‘বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনমচ্যূত হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই ঘটনা ঘটেছে। রিলিফ ভ্যান যাচ্ছে। ডিআরএম-রাও যাচ্ছেন। বাকি তথ্য এখনও জানতে পারিনি। জানলেই জানাব।’’

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘রেলের আধিকারিকরা ঘটনাস্থলে য়াচ্ছেন। এখন আমাদের একমাত্র লক্ষ্য উদ্ধারকাজ।’’ নিউআলিপুরের ডিআরএম বলেন, ‘‘প্রাথমিক ভাবে চারটি কামরা উল্টে গিয়েছে বলে খবর পেয়েছি। উদ্ধারের জন্য আলাদা আলাদা দল পাঠানো হয়েছে।’’

দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের ১ লক্ষ টাকা, গুরুতর আহত ব্যক্তিদের ১ লক্ষ টাকা এবং কম আহতদের ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।” সূত্রের খবর আজ রাতেই কলকাতা আসছেন রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণ। রাতেই সেখান থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেবেন তিনি।

ময়নাগুড়িতে রেল অ্যাক্সিডেন্টের জের পড়েছে কোচবিহারে। নিউ কোচবিহার স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন সেখানে সরাইঘাট এক্সপ্রেস থেকে শুরু করে নর্থ ইস্ট বেশ কয়েক ঘণ্টা দাঁড়িয়ে ছিল নিউ কোচবিহার স্টেশনে। অবশেষে মাথাভাঙা লাইন দিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে ট্রেনগুলোকে পাঠানো হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন নিউ কোচবিহার স্টেশনে আটকে রয়েছে। গন্তব্যের দিকে যাবে সে নিয়ে সন্দেহ রয়েছে। যদিও রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট