বিদ্যুৎহীণ বাণিজ্যনগরী সমস্যায় লক্ষ মানুষ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার সকাল থেকে বন্ধ বাণিজ্যনগরীর বৈদ্যুতিন ব্যবস্থা। টাটার বিদ্যুৎ সাপ্লাই ব্যহত হওয়ার কারণে বিদ্যুৎ বিভ্রাট বলে জানা গিয়েছে। সকাল থেকে বিদ্যুৎহীণ মুম্বই, থানে এবং নবী মুম্বই সহ একাধিক এলাকা।
বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে রয়েছে রেল পরিষেবা। অগত্যা ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটা দিতে হচ্ছে যাত্রীদের৷ পরিস্থিতি দ্রুত স্বাভাবিকের কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।

 

কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী, মুম্বই সেন্ট্রালের মেইন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

কি কারণে বিদ্যুৎ বিপর্যয়? তা খতিয়ে দেখতে বিদ্যুৎ মন্ত্রী নীতিন রাউতকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে৷

যত শীঘ্র সম্ভব গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা ফিরিয়ে আনার জন্য বিএমসি কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি।সেন্ট্রাল

রেলওয়ের সিপিআরও জানিয়েছেন, বিদ্যুৎ বিপর্যয়ের জেরে বেশ কিছু জায়গায় ট্রেন চলাচল বন্ধ ছিল তা ধীরে ধীরে চালু হচ্ছে। দুরপাল্লার সমস্ত ট্রেনের সময়সুচীর পরিবর্তন করা হয়েছে৷

সম্পর্কিত পোস্ট