West Bengal Assembly Election 2021- পুরুলিয়ায় পদ্মঝড় রুখতে ব্যাপক রদবদল তৃণমূলের, ৩টি আসনে নাম উঠছে নবেন্দ্যু মাহালির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০১৯ লোকসভা নির্বাচনে পুরুলিয়াতে ধরাশায়ী হয়ে যায় তৃণমূল। পুরুলিয়ার ৯ টি বিধানসভা আসনে পদ্মঝড় বইতে শুরু করে। অব্যাহত সেই ধারা বিধানসভা নির্বাচনেও। তবে তৃণমূল কোনোভাবেই পুরুলিয়া হাতছাড়া করতে নারাজ। তাই প্রায় সবকটি আসনেই ব্যাপক রদবদল করতে চলেছে তৃণমূল।
বান্দোয়ানে রাজিব লোহান সোরেনের পরিবর্তে নাম উঠে আসছে নবেন্দু মাহালির ও সন্ধ্যারানী টুডুর। যিনি এখন মানবাজারের বিধায়ক।
বলরামপুর থেকে টিকিট পাচ্ছেন শান্তিরাম মাহাতো।
২০১৬ নির্বাচনে বাঘমুন্ডি আসনটি কংগ্রেসের হয়ে জিতেছিলেন নেপাল মাহাতো।২০২১ এর নির্বাচনে আসনটি ধরে রাখতে মরিয়া তৃণমূল। নাম উঠে আসছে সুশান্ত মাহাতো ও নবেন্দু মাহালির।
জয়পুরের শক্তিপদ মাহাতোর পরিবর্তে নাম উঠে আসছে উজ্জল কুমার বা বিদ্যাপতি কুমারের।
পুরুলিয়ার আসনে এবারে প্রার্থী হিসাবে সম্ভাব্য নাম উঠে আসছে দিব্যজ্যোতি সিংদেও ও জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জীর।
মানবাজারে সন্ধ্যারানি টুডুর স্থান বদল হওয়ায় সেখানেও নাম উঠে আসছে নবেন্দু মাহালির।
West Bengal Assembly Election: নজরে বর্ধমান, দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে টিকিট পাচ্ছেন না অনেকেই
কাশিপুর থেকে স্বপনকুমার বেলথরিয়ার পরিবর্তে নাম উঠে আসছে তার পুত্র সৌমেন বেলথরিয়ার ও প্রসেনজিৎ মাহাতোর।
রঘুনাথপুর থেকে টিকিট পাবেন না পূর্ণচন্দ্র বাউরি।নাম উঠে আসছে হাজারী বাউড়ির।
পারা বিধানসভা কেন্দ্র থেকে উমাপদ বাউরীর পরিবর্তে নাম উঠে আসছে সীমা বাউরির।