জিতবে তৃণমূলই, শেষ না দেখে কর্মীদের গণনা কেন্দ্র ছাড়তে বারণ তৃণমূল সুপ্রিমোর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচন শেষের পরদিন দলীয় কর্মীদের মুখোমুখি হয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মনে হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল প্রার্থী ও তাদের এজেন্টের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভার্চুয়াল এই বৈঠকে তিনি দলীয় কর্মীদের এই বলে আশ্বস্ত করেন, এক্সিট পোলের দিকে নজর দেওয়ার কারণ নেই। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূলই। গণনার দিনে প্রাথমিক রেজাল্ট দেখে আনন্দিত বা হতাশ হওয়ার প্রয়োজন নেই। বরং শেষ ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করুন।
দলীয় প্রার্থী এবং তাদের এজেন্টদের গণনার আগেই উদ্বুদ্ধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনার দায়িত্বে থাকা কাউন্টিং এজেন্ট দের তাঁর নির্দেশ, ভোর ভোর পৌঁছে যাবেন। আর শেষ পর্যন্ত চেয়ার ছেড়ে উঠবেন না।
করোনা রোগীর মৃতদেহের সৎকারে ৪৬৬ জন নোডাল অফিসার নিয়োগ করলো রাজ্য সরকার
তিনি বলেন, আমাদের প্রচুর আসন আসবে। নিশ্চিত। আমাদের জয় নিশ্চিত আসনগুলিতে বিজেপি গন্ডগোল বাধানোর চেষ্টা করবে। সতর্ক থাকতে হবে আমাদের। তিনি বলেন কোথাও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গেই আমাদের টিমকে জানাবেন।
এদিন দলনেত্রী আশঙ্কা করেছেন শুরুতে বাঁকুড়া, জলপাইগুড়ি, কুচবিহার বিশেষ করে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস হয়তো পিছিয়ে থাকতে পারে, কিন্তু কেউ মন খারাপ করে উঠে যাবেন না। শেষের দিকে আমাদের জয় হবে। তাই আগেভাগে বেরিয়ে আসবে না।
গণনার সময় কেউ কিছু দিলে না খাওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। নিজেদের সঙ্গে ড্রাই ফুডস রাখার পরামর্শ দিয়েছেন তিনি। আর গরম থেকে বাঁচতে ওয়ারেশ রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
গত লোকসভা ভোটে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে খারাপ ফল হয়েছিল তৃণমূলের। তৃণমূল সুপ্রিমো এদিন দলীয় প্রার্থীদের আশ্বস্ত করেছেন উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে দলের ফল এবার ভালো হবে। আশঙ্কা করার কারণ নেই।
এক্সিট পোল নিয়ে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য, অধিকাংশ এক্সিট পোল তৃণমূলকে এগিয়ে রাখলেও তিনি মনে করেন তার থেকে ভালো ফল করবে দল। মমতা বলেন, সংখ্যা গরিষ্ঠতা আমরায় পাচ্ছি।আমরায় সরকারে আসবো ভাল ভাবে।
এই দিনের বৈঠকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় বলেন, সমস্ত এক্সিট পোল দেখিয়েছে তৃণমূল এগিয়ে। সুতরাং নিজেদের উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছি।
তিনি আরো বলেন, কালকের দিন শেষ লড়াইয়ের দিন। বিহারে যা করেছিল এখানে অর্থাৎ বাংলায়ও করতে পারে। মাটি কামড়ে কাজ করতে হবে।
বাড়ছে অক্সিজেনের চাহিদা, দ্রুত পঞ্চান্নটি প্লান্টের কাজ শুরুর জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরকে চিঠি রাজ্যের
উল্লেখ্য, এদিন অতীতের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরকে নিয়ে এই বৈঠক ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কখনোই এভাবে ফলাফল বের হওয়ার আগে এমন মেগা বৈঠক করতে দেখা যায় নি তৃণমূল কংগ্রেসকে।
এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একাধিক প্রার্থী করোনা আক্রান্ত তাই 292 আসনের মধ্যে প্রত্যেক আসনের প্রার্থী অথবা নির্বাচনী এজেন্ট এ দিন উপস্থিত ছিলেন। দলনেত্রী ফলাফলের আগে তার ভোকাল টনিকের মাধ্যমে এদিন এদের উৎসাহিত করতে চেষ্টা করেছেন। এবার শুধু অপেক্ষা রবিবার সকালের ইভিএম বন্দি জনগনের রায়ে জানার।