২১ জুলাই: শূন্য থেকে শুরু মমতার ত্রিপুরা অভিযান

দ্য কোয়ারি ডেস্ক: পশ্চিমবঙ্গে পরপর তিনবার সরকার গড়ার পর বুধবারই তৃণমূল কংগ্রেস নেত্রী অপর বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরায় ফের অভিযান শুরু করছেন।

২১ জুলাই ‘শহিদ দিবস’ পালনের মধ্যে দিয়ে দেশজোড়া বার্তা দেওয়ার যে পদক্ষেপ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাতে নজর খোদ দিল্লির রাজনৈতিক মহলে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার অন্যতম ইস্যু মমতার ত্রিপুরা অভিযান। একেবারে শূন্য থেকেই যাত্রা শুরু করছেন তৃণমূলের নেত্রী।

তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বার্তা আগরতলা সহ বিভিন্ন জেলা সদরে জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে। প্রস্তুতি সারা হয়েছে।কয়েকটি বিক্ষিপ্ত ঘটনায় ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেছে টিএমসি।

কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী? আগরতলার রাজনীতিতে গুঞ্জন, টিএমসি নেত্রী সরাসরি ত্রিপুরা নিয়ে রাজনৈতিক বার্তা না দিতেও পারেন। তবে তাঁর লক্ষ্য যে ত্রিপুরায় আগামী বিধানসভা ভোটের আগে জমি তৈরি করা সেটা স্পষ্ট।

গত বিধানসভা ভোটের আগে সাময়িক সময়ের জন্য ত্রিপুরায় প্রধান বিরোধী দল হয়েছিল টিএমসি। দলনেতা সুদীপ রায় বর্মন পরে টিএমসি ছেড়ে বিজেপিতে যান। ত্রিপুরায় শূন্য হয়ে যায় তৃণমূল। নির্বাচনে বিজেপি ও আইপিএফটি জোট সরকার গড়ে। টানা ২৫ বছরের বামফ্রন্ট সরকারের পতন হয়। প্রধান বিরোধী দল এখন সিপিআইএম।

তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়ার পরেই বিজেপি ছেড়ে ফের মমতার পক্ষ নিয়েছেন মুকুল রায়। তিনি টিএমসিতে ফিরতেই ত্রিপুরায় বিজেপি বিধায়কদের ভাঙিয়ে নেওয়ার পর্ব শুরু করেছে টিএমসি। গুঞ্জন, এতে মূখ্য ভূমিকা নিচ্ছেন সেই সুদীপ রায় বর্মণ। তিনি মুকুল রায়ের ঘনিষ্ট, মমতার সঙ্গে সুসম্পর্ক রয়েছে।

গত তিন বছরের বেশি সময়ে শাসক বিজেপির অভ্যন্তরে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে প্রবল ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। একাধিক বিজেপি বিধায়ক দলত্যাগের হুমকি দিয়েছেন দলকেই। কেন্দ্রীয় নেতাদের এনেও পরিস্থিতি সামাল দিতে পারেনি বিজেপি।

সদ্য সমাপ্ত উপজাতি এলাকার ভোটে বিজেপির ভরাডুবি হয়। টানা ১৮ বছরের বোর্ড হারায় সিপিআইএম। নতুন শক্তি হিসেবে উঠে এসেছে তিপ্রা মথা। সূত্রের খবর, দলনেতা রাজা প্রদ্যোত মানিক্যের সঙ্গে টিএমসি শীর্ষ নেতৃত্বের একপ্রস্থ আসন সমঝোতা হয়েছে।

অন্যদিকে প্রধান বিরোধী দল সিপিআইএম ও বিরোধী নেতা মানিক সরকারকে মুখ করেই ভোটে নামছে বামেরা।

সম্পর্কিত পোস্ট