ফাইজারের টিকায় সবুজ সংকেত, ২৪ ঘন্টার মধ্যে প্রথম টিকাঃ ট্রাম্প
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবারেই ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকায় সবুজ সংকেত মিলেছে। খুব শীঘ্রই ফাইজারের প্রথম ডোজ মার্কিন নাগরিক পেতে চলেছেন। টুইটারে ভিডিও প্রকাশ করে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার রাতে টুইটারে একটি ভিডিও প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফেডেক্স এবং ইউপিএসের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক থাকার কারণে এই কাজ আরও সুবিধাজনক হয়েছে। আমেরিকার প্রতিটি প্রদেশে এই টিকা পৌঁছে যাবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ভ্যাক্সিনের কাজে নিযুক্ত সমস্ত বিজ্ঞানী এবং কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
— Donald J. Trump (@realDonaldTrump) December 12, 2020
এই মুহুর্তে আমেরিকায় করোনার প্রভাব সবথেকে বেশী। মৃত প্রায় তিন লক্ষ। এরই মধ্যে করোনা টিকা বাজারে এলে অনেকটা স্বস্তি মিলতে পারে। ব্রিটেন, বাহারিন, কানাডা, সৌদি আরব এবং মেক্সিকোর পর ষষ্ট দেশ হিসাবে ফাইজার টিকার অনুমতি পেতে চলেছে আমেরিকা।
আরও পড়ুনঃ নকল কোভিড ভ্যাকসিন ! ১৯৪ টি দেশকে সতর্ক করল ইন্টারপোল
প্রায় ২০ মিলিয়ন মানুষকে প্রথম মাসে টিকা দেওয়ার কথা ভাবছে আমেরিকা। প্রথম সারীর যেসমস্ত যোদ্ধারা রয়েছে, মূলত স্বাস্থ্যকর্মীদের প্রথমে রেই টিকা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্প্রতি ১৭ জনের বিশেষজ্ঞ কমিটি ফাইজারের করোনা টিকা ব্যবহারের পক্ষে রায় দিয়েছেন। সম্প্রতি ব্রিটেনের ৪৪ হাজার মানুষের ওপর এই টিকা প্রয়োগ করে ফলাফল প্রকাশ করে সংস্থা। এরপরেই আমেরিকার তরফে ছাড়পত্র মেলে।
ফাইজার টিকা ৯৫ শতাংশ কার্যকর এবং এখনও অবধি টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। যদিও ব্রিটেনে দুই স্বাস্থ্যকর্মীর দেহে এই টিকা প্রয়োগের পর অ্যালার্জি দেখা দিয়েছে। তাই যাদের অ্যালার্জি রয়েছে, তাঁদেরকে এই টিকা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।