টাটার সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে দুটি ক্যান্সার হাসপাতাল, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডস্কঃ রাজ্যে ক্যান্সার আক্রান্তদের সুচিকিৎসার ব্যবস্থা করতে রাজ্য সরকার টাটা মেমোরিয়াল সংস্থার সঙ্গে হাত মিলিয়ে রাজ্যের দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন।
তিনি বলেন রাজ্যের ক্যান্সার আক্রান্তের ২৫ শতাংশ মুম্বইয়ে চিকিৎসার জন্য যায়। তাদের সেখানে থাকা-খাওয়া এবং চিকিৎসার জন্য নানা রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে তাদের সুরাহা করে দিতে টাটা মেমোরিয়ালের সঙ্গে হাত মিলিয়ে এসএসকেএমে একটি ক্যান্সার হাসপাতাল তৈরি হবে।
পাশাপাশি উত্তরবঙ্গেও রাজ্য সরকার ও টাটা মেমোরিয়ালের যৌথ উদ্যোগে একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। এর ফলে আগামী দিনে রাজ্যের ক্যান্সারা ক্রান্তরা এ রাজ্যেই সুচিকিৎসার সুযোগ পাবেন।
আগামী পাঁচ বছরের মধ্যে সমস্ত গ্রামকে ‘সজল গ্রাম’ গড়ে তোলার প্রতিশ্রুতি রাজ্য সরকারের
উল্লেখ্য, রাজ্যে ক্যানসারে আক্রান্তরা সুচিকিৎসা প্রায় পান না বললেই চলে। হাতেগোনা কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে, যার খরচ অনেকটাই। তবুও জীবনের শেষ সম্বল দিয়ে নিজেদের আত্মীয়কে বাঁচানোর চেষ্টা করেন সকলেই। পশ্চিমবঙ্গ থেকে মুম্বইতে টাটার ক্যানসার হাসপাতালে যান ২৫ শতাংশ ক্যানসার রুগী। তাদের যাতায়াত করা কিংবা ট্রিটমেন্ট করা অনেকটাই খরচ সাপেক্ষ হয়ে যায়। তাই সেই চিন্তা দূর করতে ও সুচিকিৎসার জন্য রাজ্যেই দুটি নতুন ক্যানসার হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।