উত্তপ্ত জম্মু-কাশ্মীর, শহীদ এক জওয়ান, খতম তিন জঙ্গি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জঙ্গিদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার বাদিগাম এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গি বাহিনীর খণ্ডযুদ্ধে খতম ৩ জঙ্গি। শহীদ হয়েছেন একজন পুলিশ অফিসার। আহত এক নিরাপত্তারক্ষী এবং এক পুলিশ অফিসার। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

সূত্রের খবর, শোপিয়ান জেলার বোদিগাম গ্রামে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের যৌথ বাহিনী। সেখানেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের খণ্ডযুদ্ধ শুরু হয়। খতম তিন জঙ্গি। সূত্রের খবর, ৩ জন জঙ্গি লস্কর-ই-তইবারের সদস্য বলে জানা গিয়েছে।

একইসঙ্গে মধ্য কাশ্মীরের বুঁদগাও জেলায় বিরওয়া এলাকায় আরও অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা। ঘটনায় দুই জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদেরকে শ্রীনগরের আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় কেন্দ্র সরকার। জন্ম নেয় দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখের। সংসদে দাঁড়িয়ে এবং সংসদের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছিলেন এর ফলে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ কমে যাবে। কিন্তু তা হয়নি।

আরও পড়ুনঃ ফের উপত্যকা সফরে কেন্দ্রীয় প্রতিনিধি দল, অসন্তোষ স্থানীয় বাসিন্দাদের

এরই মধ্যে তৃতীয়বার কাশ্মীর সফরে আসেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল। যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে দেশের বাইরের প্রতিনিধিরা জম্মু-কাশ্মীরে প্রবেশ করতে পারলে, দেশের সাংসদরা কেন পারবেন না?

অন্যদিকে শুক্রবার জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত জওয়ানের নাম দত্ত রাম। বছর ৪৪ এর ওই ব্যক্তি ০৩ রাজ রাইফেলের কর্মী বলে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট