লখনউ থেকে ATS’এর জালে ২ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুই আল-কায়েদা জঙ্গীকে গ্রেপ্তার করলো উত্তরপ্রদেশ পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তাদেরকে কাকোরি এলাকা থেকে গ্রেফতার করা হয় । এর আগেও ২০১৭ সালে একই জায়গায় সৌফুল্লা নামে আর এক জঙ্গি লুকিয়ে ছিল। পরে তাকে গুলি করে মারা হয়।
এরা সকলেই জঙ্গি প্রশিক্ষণ নিয়ে হাজির হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। মিলেছে টাইম বোম্ব। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং এটিএস। সাধারণ বাসিন্দাদের আপাতত বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের অফিসাররা এই দুই জনকে গ্রেফতার করেছে। কিভাবে তারা ওই গ্রামে ঘাঁটি গেঁড়ে ছিল তাও তদন্ত শুরু হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার দুপুরে কাকোরি এলাকায় অভিযান চালায় লখক্ষ্ণৌ এটিএস। অভিযানের সময় আরও বেশ কয়েকজন এলাকা ছেড়ে পালিয়েছে বলে এটিএস সূত্রে খবর।
কলকাতায় JMB জঙ্গিরা ধৃত, বাংলাদেশ থেকে এসেছিল তারা
প্রাথমিকভাবে গোয়েন্দারা মনে করছেন ধারাবাহিকভাবে বিস্ফোরণ ঘটানোর ছক ছিল তাদের। ভুয়ো পরিচয় পত্র দেখিয়ে কাকোরির একটি বাড়িতে থাকতে শুরু করে তারা। সেখানেই বিস্ফোরক মজুত করে নাশকতার ছক তৈরি করা হচ্ছিল। আফগানিস্তান-পাকিস্তানে জঙ্গি বাহিনীর সঙ্গে নিয়মিত যোগ সূত্র ছিল তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারী অফিসারদের হাতে। আটক করা হয়েছে ওই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য।
Lucknow ATS conducts searches in Kakori. Details awaited. pic.twitter.com/gPcqRbKMmL
— ANI UP (@ANINewsUP) July 11, 2021
উল্লেখ্য ২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে এই ধরনের ঘটনায় নিঃসন্দেহে একাধিক প্রশ্ন চিহ্ন তুলে দিল। গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে এটিএস এবং উত্তরপ্রদেশ পুলিশ।