Russia-Ukraine war : যুদ্ধাস্ত্রের পর এবার ন্যাটোর কাছে খাবার ও জ্বালানি সাহায্য চাইল ইউক্রেন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাশিয়ার ইউক্রেন আক্রমণের এক মাস হয়ে গিয়েছে। এতদিন ইউক্রেন সরকার আমেরিকা ও ন্যাটোর কাছে বিভিন্ন যুদ্ধাস্ত্র সাহায্য হিসেবে চাইছিল যাতে তারা রাশিয়াকে ঠেকাতে পারে। তবে এবার ইউক্রেনের সাহায্য প্রার্থনার তালিকায় যোগ হল খাবার ও জ্বালানি। ইউক্রেনের দাবি রুশ বাহিনী তাদের সঙ্গে যুদ্ধে পেরে না ওঠায় জ্বালানি ও শষ্যের গুদাম লক্ষ্য করে মিসাইল ছুঁড়েতে শুরু করেছে। আর কয়েকদিন এইভাবে চললে ইউক্রেনে খাদ্য ও জ্বালানির সঙ্কট দেখা দেবে বলে অনুমান।

 

Pakistan crisis :সংসদে অনাস্থার আগেই ইসলামাবাদে পাকিস্তানের যুযুধানদের শক্তি প্রদর্শন

 

রাশিয়ার আক্রমণে ইউক্রেনের যদি সবকটি জ্বালানির ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয় তবে যুদ্ধ করতে সমস্যায় পড়বে ভলোদিমির জেলেনস্কির বাহিনী। কারণ যুদ্ধ বিমান, ট্যাঙ্ক চালান যাবে না জ্বালানি ছাড়া। এদিকে এক মাসের ওপর যুদ্ধ চালায় এমনিতেই শস্য ভাণ্ডার বলে পরিচিত ইউক্রেনে গম উৎপাদন অনেকটাই কম হয়েছে। তার উপর যদি রাশিয়া শষ্য ভাণ্ডার ধ্বংস করে দেয় তবে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে দেশজুড়ে।

এই অবস্থায় ইউক্রেন সরকার রাশিয়াকে ঠেকাতে ন্যাটোর যুদ্ধবিমান ও ট্যাঙ্কের ১% সাহায্য হিসেবে চেয়েছে। তবে ন্যাটো আদৌ তাদের সরাসরি ভাড়ি যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করবে কিনা তা নিয়ে সংশয় আছে। রাশিয়া আবার যুদ্ধের নীতি পাল্টিয়ে ইউক্রেনকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার দিকে যেতে পারে। সেক্ষেত্রে ব্যাপক মানবিক বিপর্যয় ঘটবে বলে রাষ্ট্রসঙ্ঘের অনুমান।

সম্পর্কিত পোস্ট