Union Budget 2022 for Farmers : পাঁচ রাজ্যের ভোট বৈতরণী পার করতে কৃষকদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফেব্রুয়ারি মাসে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আগে তার আগে বাজেট ( Union Budget 2022 for Farmers ) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে বিজেপি ক্ষমতায় আছে। পাঞ্জাবে ক্ষমতায় আছে কংগ্রেস।

রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা আগেই জানিয়েছিলেন পাঁচ রাজ্যের নির্বাচন হলেও তিনটি রাজ্যের কৃষকরা কেন্দ্রীয় সরকারের প্রতি যথেষ্ট ক্ষুদ্ধ। এই তিন রাজ্য হলো পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড।

বিজেপি শাসিত হরিয়ানা ও মধ্যপ্রদেশ এবং কংগ্রেস-শাসিত রাজস্থানেও কৃষকরা কেন্দ্রের কৃষি আইন বিষয়ে যথেষ্ট বিরক্ত বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় নির্মলা  সীতারামন কৃষকদের ( Union Budget 2022 for Farmers ) মন পেতে কৃষকস্বার্থে কিছু ঘোষণা করতে পারেন বলে আগেই আভাস দিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রাজনৈতিক মহলের সেই ধারণাকে মানতা দিয়েই মঙ্গলবার সকালে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে একগুচ্ছ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Union Budget 2022 for Farmers  কি রয়েছে সেই ঘোষণায়?

  • ধান ও গমের জন্য ২.৭ লক্ষ কোটি টাকা সহায়ক মূল্য হিসেবে সরাসরি পাঠানো হবে কৃষকদের অ্যাকাউন্টে।
  • কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানে হবে।
  • প্রযুক্তি নির্ভর কৃষিকাজের জন্য পিপিপি মোডে স্কিম আনা হবে।
  • তৈলবীজ আমদানির ওপর নির্ভরতা কমাতে স্কিম আনবে মোদী সরকার।
  • দেশেই যাতে বেশি পরিমাণে তৈলবীজ উৎপাদন করা যায়, তার জন্যই এই স্কিম আনা হবে।
  • রাসায়নিক বিহীন কৃষিকাজে উৎসাহ দেবে সরকার।
  • রাসায়নিক বিহীন কৃষিকাজের জন্য ভর্তুকি দেবে সরকার।
  • গঙ্গা নদীর পাঁচ কিলোমিটারের মধ্যে যাতে কৃষিকাজে ব্যবহার না করা হয়, সেই উদ্যোগ নিচ্ছে কেন্দ্র।
  • জৈবকৃষির জন্য কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।
  • কেন বেটওয়া লিঙ্কিং প্রজেক্টের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নততর করা হবে।
  • এই প্রকল্প ৯ লক্ষ হেক্টর জমিতে কৃষিকাজে সাহায্য করবে।
  • নাবার্ডের মাধ্যমে গ্রামাঞ্চলে স্টার্ট আপ সংস্থায় বিনিয়োগ করা হবে, যা থেকে সুবিধা পাবেন কৃষকেরা।

Union Budget 2022 : কোন খাতে কী বরাদ্দ ? নতুন কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী ?

লোকসভা নির্বাচনের আগে কৃষক ক্ষোভ প্রশমিত করতে তাদের বছরে ৬০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে ফল মিলেছিল হাতেনাতে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে আরও একবার  কৃষক স্বার্থকে ( Union Budget 2022 for Farmers ) গুরুত্ব দেওয়া হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, কৃষি আইন বাতিল করার পর কেন্দ্র তাদের প্রতিশ্রুতির কোনোটিই পূরণ করেনি। প্রত্যেক কৃষকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই অভিযোগ তুলে ৩১ জানুয়ারি বিশ্বাসঘতকতা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মোদী সরকারের প্রতি নরম হয়নি কৃষকরা।

তবে এখন দেখার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের পর কৃষক স্বার্থে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা নিয়ে কি জানান কৃষকরা

সম্পর্কিত পোস্ট