ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে নিষেধাজ্ঞা বজরং দলের

গত বছর ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবসে কাশ্মীরের পুলওয়ামায় ৪০ জন জওয়ান প্রাণ হারান। তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই এই নিষেধাজ্ঞা।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে নিষেধাজ্ঞা জারি করল বজরং দল। দলের কর্ণাটক শাখা যুব সমাজকে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন না করার নির্দেশ দিল। বজরং দলের বক্তব্য, গত বছর ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবসে কাশ্মীরের পুলওয়ামায় ৪০ জন জওয়ান প্রাণ হারান। তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই এই নিষেধাজ্ঞা।

মঙ্গলবার বজরং দলের রাজ্য যুগ্ম আহ্বায়ক এম সুভাষ চন্দ্র সংবাদ সংস্থা এএনআইকে জানান, হায়দরাবাদ শহরে ভ্যালেন্টাইন্স ডে যাতে কোনও ভাবে উদযাপিত না হয়, তা নিশ্চিত করার জন্য তেলেঙ্গানার ডিজিপির কাছে আমরা আবেদন করেছি।

আরও পড়ুনঃ সংরক্ষণ নিয়ে সুপ্রিম রায় পুনর্বিবেচনার আরজি চন্দ্রশেখর আজাদের

বজরং নেতা এম সুভাষ চন্দর বলেন, পাব, হোটেল এবং মলগুলো ভ্যালেন্টাইন্স ডে-তে ব্যবসা করে। এদিন কোনও অনুষ্ঠান না করার জন্য ওইসব সংস্থার কতৃপক্ষকে সতর্ক করছি। এরপরও কোনও সংস্থা এদিন কোনও অনুষ্ঠানের আয়োজন করলে সেটা আমরা বন্ধ করে দেব।

ভ্যালেন্টাইন্স ডে উদযাপন নয়, আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এদিন আমরা বীর জওয়ান দিবস পালন করব। গতবছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তে পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জনের বেশি জওয়ান জীবন হারান। এবছর আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বীর জওয়ান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুনঃ ঘুমের ঘোর না কাটলে শরিকদের জন্য বিপদ ঘনিয়ে আসবে

বিশ্ব হিন্দু পরিষদের হায়দরাবাদ শাখার সভাপতি  শ্রীনিবাস রানু বলেন, যুবকরা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করবে না। কারণ, এটা আমাদের সংস্কৃতি নয়। এদিন পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। যদিও হায়দরাবাদের পুলিশ কমিশনার জানান, গণতান্ত্রিক দেশে কেউই আইন নিজের হাতে নিতে পারে না। যদি কেউ কোনও সমস্যায় পড়েন, তিনি পুলিশকে বিষয়টি জানাবেন বা ১০০ নম্বরে ডায়াল করবেন।

সম্পর্কিত পোস্ট