শীর্ষস্থানীয় আমলাদের পুনর্নিয়োগে ভিজিলান্স কমিশনের ছাড়পত্র বাধ্যতামূলক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আলাপন কাণ্ডের জেরে এবার শীর্ষস্থানীয় আমলাদের পুনর্নিয়োগ সংক্রান্ত নিয়মই বদলে ফেলল কেন্দ্রীয় সরকার। চাকরি থেকে অবসর নেওয়া কোনও আমলাকে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে এবার ভিজিলান্স কমিশনের ছাড়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে।

কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন তার নির্দেশিকায় বলেছে , অল ইন্ডিয়া সার্ভিস গ্রুপের ‘এ’ গ্রেডের অফিসার বা তাঁর সমমর্যাদার অফিসারের ক্ষেত্রে এই নতুন নির্দেশিকা কার্যকর হবে।

যদি ওই আধিকারিক একাধিক সংস্থায় কাজ করে থাকেন, তবে অবসরের ১০ বছর আগের সময় কালের মধ্যে যে যে সংস্থার হয়ে সংশ্লিষ্ট আধিকারিক কাজ করেছেন সেই সমস্ত সংস্থারও ছাড়পত্র প্রয়োজন হবে।

কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন আরও বলেছে, কোনও পদে যদি কোনও অবসরপ্রাপ্ত সরকারি আমলাকে নিয়োগ করতে হয় তাহলে একজনকে বেছে নিয়োগ করে নিলে হবে না। তার জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে। যাতে সমমর্যাদার বাকিরাও আবেদন করার সুযোগ পান। তা না হলে এই নিয়োগ পক্ষপাতদুষ্ট হতে পারে।

রাজ্য সরকারের অর্থে কেনা ভ্যাকসিনে দেওয়া হবে মমতার ছবিসহ সার্টিফিকেট

তবে কেন্দ্রীয় ভিজিলান্স কমিশনের এই নির্দেশ আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কার্যকর হবে কিনা তা স্পষ্ট নয়। কেননা এই নির্দেশ জারি করার আগেই তিনি রাজ্য সরকারের কাছ থেকে নিয়োগপত্র পেয়েছেন।

প্রশাসনিক মহলের মতে এই ধরনের নির্দেশিকার রেট্রোস্পেক্টিভ এফেক্ট প্রযোজ্য নয়। অর্থাৎ যে সময় নির্দেশিকাটি জারি হয়েছে তারপর থেকেই তা কার্যকর হবে।

ভিজিলান্স কমিশনের এই নির্দেশিকার ওপরে তারিখ রয়েছে ৩ জুনের। আলাপন বন্দ্যোপাধ্যায় মাসের ১ তারিখ থেকেই নতুন পদে নিযুক্ত হয়েছেন। কাজেই নয়া নির্দেশিকা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে প্রশাসনিক মহলের অভিমত।

সম্পর্কিত পোস্ট