WB Corona Cases: ২৪ ঘন্টায় পেরিয়ে গেল ১৮ হাজারের গন্ডি, বাড়ছে সুস্থতার হার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে করোনার দ্বিতীয় ঢেউ। দৈনিক সংক্রমণের ১৮ হাজারের গন্ডি ছাড়িয় গিয়েছে। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ১০২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০৩ জনের।
ভয়াবহ চিত্র অব্যাহত কলকাতা ও উত্তর ২৪ পরগণা জেলায়। কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭৩ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের। উত্তর ২৪ পরগণা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮২ জন। ২৭ জন প্রাণ হারিয়েছেন।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৩ জন। যাও রেকর্ড। সুস্থহতার হার ৮৫. ৪১ শতাংশ। পশ্চিমবঙ্গে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৮৭২ জন।
সংক্রমণ বাড়ছে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগণা, পশ্চিম বর্ধমান, নদিয়াতেও। গত ২৪ ঘণ্টায় হাওড়ায় ৯৯৪ জন, হুগলিতে ৯৮৬ জন, দক্ষিণ ২৪ পরগণায় ৯৯৩ জন, পশ্চিম বর্ধমানে ৮৮৭ জন ও নদিয়ায় ৮৬৯ জন করোনা সংক্রমিত হয়েছেন।
মমতার মন্ত্রীসভায় নতুন মুখ কারা? তালিকায় নাম রয়েছে জুন-কাঞ্চন-সোহম-রাজের
আজই করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে ১৪ দিনের জন্য রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। বাস ও মেট্রো সংখ্যাও অর্ধেক করে দেওয়া হচ্ছে।
সরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে কাজ করার কথা বলা হয়েছে। বেসরকারী অফিসগুলিতে ওয়ার্ক ফ্রম হোমের উপর জোর দিতে বলা হয়েছে।
সকাল ৭টা থেকে ১০ ও বিকেল ৫ টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বাজার খোলা থাকবে। রেস্তোরাঁ, শপিং মল, বার, স্পা বন্ধ থাকছে। হোম ডেলিভারি, ওষুধ ও মুদিখানার দোকান অবশ্য লকডাউনের আওতার বাইরেই থাকছে।