শর্তসাপেক্ষে চলবে মেট্রো, বিধিনিষেধ বহাল ৩০ জুলাই পর্যন্ত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে ফের বাড়লো বিধি-নিষেধ। করোনা রুখতে এখনই বিধিনিষেধ প্রত্যাহার করছে না রাজ্য সরকার। ৩০ জুলাই পর্যন্ত বিধি-নিষেধ থাকছে গোটা রাজ্য জুড়ে। এই পর্বে রাত ন’টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ ঘোষণা করেছে রাজ্য সরকার।

একই সঙ্গে জানানো হয়েছে লোকাল ট্রেন এখনই চালানো হবে না। তবে মেট্রো চলবে সপ্তাহে পাঁচদিন। শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে মেট্রো। সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক ও আর্থিক সংস্থা। ৫০ জনের ইউনিট নিয়ে শ্যুটিং-এ ছাড়।

রাজ্য সরকার জানিয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে । বন্ধ থাকবে সিনেমাহল, স্পা, সুইমিংপুল। আন্তর্জাতিক ক্রীড়া সূচির কথা মাথায় রেখে সকাল ৬ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত জাতীয় ও রাজ্যস্তরের প্র্যাকটিসের জন্য বিশেষভাবে কিছু সুইমিংপুল খোলা হবে।

রাজ্য বাজেট এবং বিধান পরিষদ গঠন নিয়ে আলোচনা, রাজভবনে মমতা

একইসঙ্গে সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা চলবে না। এমনকি শেষকৃত্যের সর্বাধিক ২০ জন হাজির থাকতে পারবেন। আগের নিয়ম বহাল থাকছে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি বাজার দোকান নিয়ে বিধি-নিষেধ বহাল থাকছে আগের মত। শপিংমলে গুলি যে সময় খোলা থাকে ছিল তা অপরিবর্তিত থাকছে। তবে ২০ শতাংশের বদলে এবার থেকে ৫০ শতাংশ লোক ঢুকতে পারবে ভিতরে।

লোকাল ট্রেন চালুর বিষয়ে এখনি সবুজ সঙ্কেত দিতে নারাজ রাজ্য। কারন লোকাল ট্রেনে থাকছে সংক্রমনের ঝুঁকি। সম্ভব নয় ভিড় নিয়ন্ত্রন করাও। তাই আপাতত বন্ধ থাকছে লোকাল ট্রেন পরিষেবা। শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে।৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস, ট্যাক্সি, অটো, ট্রাম, নৌকার মতো যানবাহন। প্রতিনিয়ত সব যানবাহন স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট